বিশ্ব রেকর্ডের অধিকারি অর্শদীপ। কি খেলা দেখালেন কনিষ্ঠ অর্শদীপ। বোলার হিসাবে নেমেই বিশ্বরেকর্ড। এক্সট্রা বাউন্স, মেঘলা আকাশে দারুণ নিয়ন্ত্রিত সুইং বোলিং করে নাড়িয়ে দিলেন পাকিস্তানের ভীত। আর তার জেরেই পাওয়ার প্লেতে পাকিস্তানের দুই ভয়ঙ্কর ওপেনারকে ডাগ আউটে পাঠিয়ে দিলেন আর্শদীপ সিং। প্রথম বার বিশ্বকাপের মতো মঞ্চ, তার পর সামনে পাকিস্তানের মত শক্ত প্রতিপক্ষ।
তবুই ঘাবড়ে যাননি ভারতের তরুণ পেসার। বাঁ হাতি এই পেসারের জাদুতে পাওয়ার প্লেতে শুরুটা দারুণ করে ভারত। সেই সঙ্গে আর্শদীপ গড়ে ফেলেন নতুন রেকর্ড।আর্শদীপ সিং হলেন প্রথম বোলার, যিনি একই ইনিংসে একক অঙ্কের স্কোরে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম (০) এবং মহম্মদ রিজওয়ানকে (৪) আউট করেছেন। যা বিশ্ব ক্রিকেটে নয়া নজির। রবিবার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে অর্শদীপ এ দিন ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে মোট ৩ উইকেট নেন।
আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছে খুবই খারাপ। ফাস্ট বোলার আর্শদীপ সিংয়ের বিধ্বংসী বোলিংয়ের জেরে নিজে তো নজির গড়েইছেন। আবার ১২ বল খেলে ৪ রানের বেশী করতে দেননি বোলার। আউট করে দেন রিজওয়ানকে । ২০২১ সালের জানুয়ারির পর এটি তৃতীয় বার ঘটল, বাবর এবং রিজওয়ান জুটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে দলের স্কোর দুই অঙ্কেও নিয়ে যেতে পারেননি। পরপর এই সাফল্য খুব বড় ব্যাপার জুনিয়র কোন ক্রিকেটারের পক্ষে। বিশ্ব রেকর্ডের