শিলিগুড়িতে এক টাকার চা

শিলিগুড়িতে এক টাকার চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিলিগুড়িতে এক টাকার চা। চায়ের মত বন্ধু বাঙালির নেই, আনন্দে চা, দুঃখে চা,কনকনে ঠান্ডায় পাহাড়ি এলাকায় চায়ের সুখ টানের রোমাঞ্চই আলাদা। চায়ের দাম সর্বনিম ৫ টাকা আমরা জানি। তবে শিলিগুড়িতে অরুনাভ পাল চৌধুরী টি স্টলে এক টাকায় পাওয়া যায় চা। অবাক হলেও সত্যি , প্রতিদিন এই টি স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দাম ১ টাকা হলেও কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করেন না অরুণাভ বাবু। চায়ের পাশাপাশি কফি, বিরিয়ানি সহ আরো রকমারি খাবার পাওয়া যায়।

 

২০০৪ সালে সিটি সেন্টারের পাশে তিনি একটি স্টল খুলেছিলেন, সেই স্টলে পাওয়া যেত পুরি সবজি আলুর দম সহ আরো অন্যান্য মুখরোচক খাবার। এরপরে তিনি একটি ক্যাফে হলেন, ঘটনা প্রসঙ্গে ২০১৭ সালে ভয়াবহ দুর্ঘটনায় তার একটি পা ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়। বাধ্য হয়ে তাকে কৃত্রিম পা লাগাতে হয়, তবে হেরে যাওয়ার মানুষ নন তিনি। মনের জোর ও সাহস কে অবলম্বন করে সাফল্যতার সিঁড়ি তৈরি করেছে। প্রতিদিন তার এই চায়ের দোকান থেকে আনুমানিক চার হাজার টাকা আয় হয়। পুজোর সময় বিভিন্ন স্পেশাল ডিস পাওয়া যাচ্ছে তার ক্যাফেতে।

আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

উল্লেখ্য, চায়ের মত বন্ধু বাঙালির নেই, আনন্দে চা, দুঃখে চা,কনকনে ঠান্ডায় পাহাড়ি এলাকায় চায়ের সুখ টানের রোমাঞ্চই আলাদা। চায়ের দাম সর্বনিম ৫ টাকা আমরা জানি। তবে শিলিগুড়িতে অরুনাভ পাল চৌধুরী টি স্টলে এক টাকায় পাওয়া যায় চা। অবাক হলেও সত্যি , প্রতিদিন এই টি স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দাম ১ টাকা হলেও কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করেন না অরুণাভ বাবু। চায়ের পাশাপাশি কফি, বিরিয়ানি সহ আরো রকমারি খাবার পাওয়া যায়।

 

২০০৪ সালে সিটি সেন্টারের পাশে তিনি একটি স্টল খুলেছিলেন, সেই স্টলে পাওয়া যেত পুরি সবজি আলুর দম সহ আরো অন্যান্য মুখরোচক খাবার। এরপরে তিনি একটি ক্যাফে হলেন, ঘটনা প্রসঙ্গে ২০১৭ সালে ভয়াবহ দুর্ঘটনায় তার একটি পা ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়। বাধ্য হয়ে তাকে কৃত্রিম পা লাগাতে হয়, তবে হেরে যাওয়ার মানুষ নন তিনি। মনের জোর ও সাহস কে অবলম্বন করে সাফল্যতার সিঁড়ি তৈরি করেছে। প্রতিদিন তার এই চায়ের দোকান থেকে আনুমানিক চার হাজার টাকা আয় হয়। পুজোর সময় বিভিন্ন স্পেশাল ডিস পাওয়া যাচ্ছে তার ক্যাফেতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top