আট দলীয় ফাইনাল ফুটবল ডোমকলে। ২৩শে অক্টোবর রবিবার আট দলীয় ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ডোমকলে। ডোমকলের গোকুলচক প্রগতি সংঘের উদ্যোগে নিজ ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। কয়েকদিন দিন ধরে খেলা চললেও রবিবার অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা।
খেলায় অংশ গ্রহন করেছিলেন মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়েরা। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার খেলা প্রেমী মানুষজন থেকে বহিরাগত দর্শকেরাও। কয়েকদিন ধরে খেলা উপভোগ করলেন স্থানীয় মানুষ থেকে খেলোয়াড়েরা। রবিবার ফাইনাল খেলায় মঞ্চে উপস্থিত ছিলেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবি আব্দুল আলিম বিশ্বাস ওরফে বাপি, আসাদুজ্জামান টিটু সহ বিশিষ্টজনেরা।
এদিনের ফাইনাল খেলায় পরস্পরের মোকাবিলা করেন ধোড়াদহ আদর্শ ক্লাব বনাম কামুড়দিয়াড় সবুজ সংঘ। ফাইনালে কামুড়দিয়াড় সবুজ সংঘকে ২-০ গোলে পরাস্ত করে জয়লাভ করে ধোড়াদহ আদর্শ ক্লাব। খেলা শেষে নগদ টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয় জয়ী টিমের হাতে। এদিন ক্লাব সম্পাদক সফিকুল মোল্লা জানান, এলাকার মানুষের মনরঞ্জন করার লক্ষেই এই খেলার আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি এখনকার কিশোর কিশোরী যুবক যুবতী সকলেই মোবাইল খেলায় ব্যস্ত। মূলত তাদের সচেতন করে মাঠমুকখী করার লক্ষে এই খেলার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২৩শে অক্টোবর রবিবার আট দলীয় ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ডোমকলে।ডোমকলের গোকুলচক প্রগতি সংঘের উদ্যোগে নিজ ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। কয়েকদিন দিন ধরে খেলা চললেও রবিবার অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা। খেলায় অংশ গ্রহন করেছিলেন মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়েরা। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার খেলা প্রেমী মানুষজন থেকে বহিরাগত দর্শকেরাও। কয়েকদিন ধরে খেলা উপভোগ করলেন স্থানীয় মানুষ থেকে খেলোয়াড়েরা।
রবিবার ফাইনাল খেলায় মঞ্চে উপস্থিত ছিলেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবি আব্দুল আলিম বিশ্বাস ওরফে বাপি, আসাদুজ্জামান টিটু সহ বিশিষ্টজনেরা। এদিনের ফাইনাল খেলায় পরস্পরের মোকাবিলা করেন ধোড়াদহ আদর্শ ক্লাব বনাম কামুড়দিয়াড় সবুজ সংঘ। ফাইনালে কামুড়দিয়াড় সবুজ সংঘকে ২-০ গোলে পরাস্ত করে জয়লাভ করে ধোড়াদহ আদর্শ ক্লাব। খেলা শেষে নগদ টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয় জয়ী টিমের হাতে। এদিন ক্লাব সম্পাদক সফিকুল মোল্লা জানান, এলাকার মানুষের মনরঞ্জন করার লক্ষেই এই খেলার আয়োজন করা হয়ে থাকে।