সমাজের তৃতীয় লিঙ্গের সন্মান দিয়ে অভিনব পূজোর উদ্বোদন জল শহরে। কোথাও সেলিব্রিটি আবার কোথাও প্রশাসনিক আধিকারিক বা কোথাও মন্ত্রীদের দিয়ে পুজো মন্ডপের দ্বারোদঘাটন করাতে দেখা যায়। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এসে পুজো মন্ডপ উদ্বোদন করাতে দেখেছেন কখনো? শুনলে একটু অবাকই হতে হবে এমনই অভিনব কাজ করা হলো জলপাইগুড়ির পান্ডাপাড়া কালিবাড়ি নবীন সংঘ ও পাঠাগারের কালি পুজোতে।
রবিবার রাতে মন্ডপ উদ্বোধন করানো হয় তৃতীয় লিঙ্গের মানুষেদের দিয়ে। শুধু তাই নয় প্রতিমা আনার ক্ষেত্রের মন খুলে অংশ নিতে দেখা গেছে মানবি হালদার, পিয়া হালদার, বন্যা গাজিদের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের। পুজো উদ্যোগতাদের বক্তব্য এই ধরনের জলপাইগুড়ি কেন রাজ্যে কখন হয়েছে কিনা তাদের জানা নেই। এই কাজ করে তারা সমাজ প্রতি তারা একটি বার্তা তুলে দিয়ে চেয়েছেন পূজো কমিটির উদ্যোগতারা।
আরও পড়ুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের, আনন্দে মাতোয়ারা শহরবাসী
থিম পুজো করার ক্ষেত্রে এবছর পান্ডাপাড়া কালিবাড়ি নবীন সংঘ ও পাঠাগারের জলপাইগুড়ি শহরে একটি জায়গা করে নিয়েছে। এবছর ৫৪তম বর্ষের পুজোতে তাদের থিম মুক্ত আকাশে বিহঙ্গ। পুজো কমিটির বক্তব্য প্রতি বছর পুজোতে সমাজের প্রতি কিছু বার্তা তুলে ধরা হয়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস বলেন, সরকারি ভাবে এই তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি দেওয়া হলেও সামাজিক ভাবে এদের এখন সেই ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি।
তাই সমাজের কাছে একটি বার্তা পৌছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে পূজো উদ্যোগতাদের সম্মান পেয়ে খুশি জলপাইগুড়ি শহরের তৃতীয় লিঙ্গের মানুষদের গুরুমা পিপাশা হলদার। এদিন গুরুমা পিপাশা হালদারের বক্তব্যে বলেন তারাও মানুষ, তারাও এই সমাজের সাথে মিলে চলতে চান। পাশাপাশি তিনি জানান তাদেরও একটি সংস্থা রয়েছে যার মাধ্যমে তারা সমাজের দুস্থদের প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন।