ভাটপাড়ায় শুট আউট, কালীপুজো মন্ডপের ভেতর গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা

ভাটপাড়ায় শুট আউট, কালীপুজো মন্ডপের ভেতর গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাটপাড়ায় শুট আউট, কালীপুজো মন্ডপের ভেতর গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতা। কালিপুজোর আলোকোজ্জ্বল দিনে অন্ধকার নেমে আসল ভাটপাড়ায়। ফের শুট আউটের ঘটনায়। কালী পুজো মন্ডপের ভেতরেই চলল গুলি। রবিবার মধ্য রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায়। কালীপুজোর উৎসবের আবহে রিতীমত আতঙ্কে এলাকাবাসী। অভিযোগ, ওইদিন রাতে স্থানীয় তৃণমূল যুবনেতা রাজ পান্ডে এলাকারই একটি কালীপুজো মন্ডপে বসে গল্পগুজব করছিলেন।

 

আচমকাই সেখানে বাইকে করে আসে তিন দুষ্কৃতী। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। ডান হাতে গুলি লাগে তৃণমূল যুবনেতার। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই যুবনেতাকে কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, জখম যুবনেতা রাজ পান্ডে স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডের ভাগ্নে।

 

উত্তেজ্জনা প্রশমনে এলাকায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও কি কারনে দুষ্কৃতীরা তৃনমূল যুবনেতা রাজকে লক্ষ্য করে গুলি চালালো তা এখনও স্পষ্ট নয়। এর পিছনে রাজনৈতিক শত্রুতা নাকি ব্যাক্তিগত আক্রোশ,তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃনমূল কাউন্সিলর মোনজ পান্ডে বলেন, ওইদিন রাত একটা নাগাদ রাজ এলাকারই একটি পুরানো কালীপুজো মন্ডপে বসেছিল। সেই সময় বাইকে করে তিনজন দুষ্কৃতী আসে। দুজন বাইক থেকে নেমে রাজের কাছে এসে ওর নাম জানতে চায়।

আরও পড়ুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের, আনন্দে মাতোয়ারা শহরবাসী

এরপরই ওরা পিস্তল বার করে ওকে লক্ষ্য করে গুলি করতে যায়। সেইসময় রাজ পিস্তলটি সরিয়ে দিতে গেলে গুলি ওর হাতে এসে লাগে। এরপরই দুষ্কৃতীরা শুন্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকা ছেড়ে চম্পট দেয়। তার দাবি, এর পিছনে রাজনৈতিক নাকি অন্য কোন কারণ আছে তা সঠিক বোঝা যাচ্ছে না। তবে এলাকায় এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। প্রশাসনকে জানিয়েছি দ্রুত ব্যবস্থা নিতে এবং দোষীদের গ্রেফতার করতে। অন্যথায় আমরা আইনানুগ ভাবে পদক্ষেপ নিতে বাধ্য হব। ঘটনায় দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। ভাটপাড়ায় শুট

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top