কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, জখম এক। ঝোপের মধ্যে মজুত রাখা বোমা কুড়িয়ে এনে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। জখম আরও এক বালক। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে রেল লাইনের ধারে। মৃত শিশুর নাম চিকু পাসোয়ান (৬)। গুরুতর জখম ১১ বছরের মহেশ সাউ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে বিস্ফোরণের তীব্রতায় মহেশের হাতের পাঞ্জা উড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে ঘুম থেকে উঠে ওই দুইজন বাড়ির কাছে রেল লাইনের ধারে খেলা করছিল। কাঁকিনাড়া রেল স্টেশন সংলগ্ন ২৮ ও ২৯ নম্বর রেল গেটের মাঝে রেল লাইনের ধারে ঝোপের মধ্যে ওরা একটি বোমা কুড়িয়ে পায়। সেটিকে বল ভেবে নাড়াচাড়া করতে গিয়েই বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকুর। গুরুতর জখম অবস্থায় মহেশকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যানীর ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কোলকাতার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে ওই হাসপাতালেই সে চিকিৎসাধীন। ঘটনার পর রেল লাইনের ধারে একটি তাজা বোমা পরে থাকতে দেখে স্থানীয়রা। দীর্ঘক্ষন পরে বোম স্কোয়াডের সদস্যরা এসে সেখান থেকে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় ও ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। বিধায়ক পবন সিং বলেন, ২০১৯ সালের পর থেকে ভাটপাড়া এলাকায় দুষ্কৃতী দৌরাত্ব বেড়েই চলেছে। একের পর এক অসামাজিক কাজকর্মও বৃদ্ধি পেয়েছে। তার দাবি,প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় বলেন,একটি শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন – বাঁশের কারুকার্যে নজর কারা থিম ধূপগুড়ির ইয়ং অ্যাসোসিয়েশনের
একজনের অবস্থা আশঙ্কাজনক। এটা খুবই দুঃখজনক ঘটনা। ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এই ঘটনায় আমার রাগও হচ্ছে, লজ্জাও হচ্ছে। বিষয়টি নিয়ে সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে আলোচনা করব। তবে ওদের বাচ্চাকে তো আর আমরা ফিরিয়ে দিতে পারব না। ওদের পরিবারের পাশে যাতে দাঁড়াতে পারি সেই চেষ্টাই করব। তার দাবি, ঘটনার সাথে যুক্ত দোষীরা কেউ ছাড়া পাবে না।
এ ব্যাপারে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে বলেও তিনি আশাবাদী। যদিও সাংসদ অর্জুন সিংয়ের দাবি,ওই এলাকায় উকিল নামে এক দুষ্কীর তান্ডবে তটস্থ এলাকার সাধারণ মানুষ। জুয়ার ঠেকে যাবার আগে ওরা আশেপাশে বোমা লুকিয়ে রাখে। জুয়া খেলায় হেরে যাবার পর ওরা বোমাগুলো নিয়ে যেতে ভুলে যায়। সেই মজুত রাখা বোমা কুড়িয়ে পেয়ে বল ভেবে খেলতে গিয়েই এই বিপত্তি। কে বা কারা কি উদ্দেশ্যে রেল লাইনের ধারে বোমাগুলি মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ।