ছোট জনপদ সিটং, দার্জিলিং এর সিংহভাগ কমলালেবু উৎপাদন হয় এখানে

ছোট জনপদ সিটং, দার্জিলিং এর সিংহভাগ কমলালেবু উৎপাদন হয় এখানে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ছোট জনপদ সিটং, দার্জিলিং এর সিংহভাগ কমলালেবু উৎপাদন হয় এখানে। দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত ছোট জনপদ, নাম সিটং । একেবারে শান্ত নিরিবিলি জনপদ, বাড়িঘর খুব একটা বেশি নয়। তবে এখানকার দৃষ্টিনন্দন পরিবেশ পর্যটকদের কাছে আকর্ষণীয়। ঘন কুয়াশা, মনোরম প্রকৃতি এই ছোট জনপদকে আকর্ষণীয় করে তোলে। এখানকার মূল গাছের মধ্যে ঝুলন্ত কমলালেবু।

 

এই অপরূপ দৃশ্য দেখবার জন্য অনেকেই চলে আসেন এখানে। নভেম্বর ও ডিসেম্বর মাস আসার সব থেকে ভালো সিটং এ, এই দুই মাস গাছের মধ্যে ঝুলতে দেখা যায় কমলালেবু। দার্জিলিং এর যত কমলা লেবু উৎপাদন হয় তার সিংহভাগ এখান থেকে , এই ছোট নিরিবিলি জনপদ কমলালেবু উৎপাদনের জন্য বিখ্যাত। শিলিগুড়ি থেকে দূরত্ব ৫৫ কিলোমিটার, ভাড়া লাগে ২৫০০ থেকে ৩ ০০০ টাকার মধ্যে। জনবহুল এলাকার কোলাহল থেকে দূরে দিন দুইয়েক ছুটি কাটানোর উপভোগ্য জায়গা। এখানে থাকবার জন্য রয়েছে হোমস্টে।

আরও পড়ুন – চোপড়ার শীতল গছে বন কালি পূজা উপলক্ষে জমে উঠেছে গানের আসর

উল্লেখ্য, দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত ছোট জনপদ, নাম সিটং । একেবারে শান্ত নিরিবিলি জনপদ, বাড়িঘর খুব একটা বেশি নয়। তবে এখানকার দৃষ্টিনন্দন পরিবেশ পর্যটকদের কাছে আকর্ষণীয়। ঘন কুয়াশা, মনোরম প্রকৃতি এই ছোট জনপদকে আকর্ষণীয় করে তোলে। এখানকার মূল গাছের মধ্যে ঝুলন্ত কমলালেবু। এই অপরূপ দৃশ্য দেখবার জন্য অনেকেই চলে আসেন এখানে।

 

নভেম্বর ও ডিসেম্বর মাস আসার সব থেকে ভালো সিটং এ, এই দুই মাস গাছের মধ্যে ঝুলতে দেখা যায় কমলালেবু। দার্জিলিং এর যত কমলা লেবু উৎপাদন হয় তার সিংহভাগ এখান থেকে , এই ছোট নিরিবিলি জনপদ কমলালেবু উৎপাদনের জন্য বিখ্যাত। শিলিগুড়ি থেকে দূরত্ব ৫৫ কিলোমিটার, ভাড়া লাগে ২৫০০ থেকে ৩ ০০০ টাকার মধ্যে। জনবহুল এলাকার কোলাহল থেকে দূরে দিন দুইয়েক ছুটি কাটানোর উপভোগ্য জায়গা। এখানে থাকবার জন্য রয়েছে হোমস্টে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top