কল্যাণীতে জঘন্য হার ইস্টবেঙ্গলের। আজ বুধবার কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা ফুটবল লিগের সুপার সিক্সের ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে অংশগ্রহণ করে ইমামি ইস্টবেঙ্গল এবং ভবানীপুর এফসি। কিন্তু এই ম্যাচে প্রচুর ইস্টবেঙ্গল সমর্থকরা খেলা দেখতে আসলেও, হতাশ হয়ে তারা বাড়ি ফেরেন। কারন 2 -0 গোলে জঘন্য হারে ইস্টবেঙ্গল। দুটি গোলই করেন ভবানীপুরের জিতেন মুর্মু এবং বিদেশি ফুটবলার ক্রিজো।
প্রথমার্ধেই ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে এক গোলে। ৩৩ মিনিটে গোলটি করেন জিতেন মুর্মু। দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল কিছুটা হলেও খেই হারিয়ে ফেলে। যদিও তাদের বল পজিশন ছিল ৬৪%, তবুও ম্যাচে মাত্র একটি বারই গোল মুখী আক্রমণ করতে পেরেছে ইস্টবেঙ্গল। সেখানে দাঁড়িয়ে ভবানীপুর ইস্টবেঙ্গলের সংরক্ষণ ভেদ করে পরের পর আক্রমণ করে। এই সংগঠিত আক্রমণ থেকে ৭৮ মিনিটে বিদেশি ফুটবলার ক্রিজো দ্বিতীয় গোলটি করেন ভবানীপুর এফসির হয়ে।
দুটি গোল করে ম্যাচ জিতে ভবানীপুর এফসি দ্বিতীয় স্থানে উঠে আসে কলকাতা ফুটবল লিগে। এই মুহূর্তে মোহামেডান দুটি ম্যাচ খেলে ৬ পয়েন্টে রয়েছে এবং ভবানীপুর তিনটি ম্যাচ খেলে ৬ পয়েন্টে রয়েছে। আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি তন্ময় ধর। তিনি সুচারুরূপে এই ম্যাচটি পরিচালনা করেন। যদিও এই ম্যাচের পরে হতাশ হয়ে বাড়ি ফেরার সময় ইস্টবেঙ্গলের সমর্থকরা স্টিফেন কনস্ট্যান্টাইনের কোচিং এর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে গেলেন। অন্যদিকে বাংলার ছেলে ও প্রাক্তন ফুটবলার শংকরলাল চক্রবর্তী আবারো প্রমাণ করলেন তার ফুটবল কোচিং এর দক্ষতা।
আরও পড়ুন – চোপড়ার শীতল গছে বন কালি পূজা উপলক্ষে জমে উঠেছে গানের আসর
উল্লেখ্য, আজ বুধবার কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা ফুটবল লিগের সুপার সিক্সের ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে অংশগ্রহণ করে ইমামি ইস্টবেঙ্গল এবং ভবানীপুর এফসি। কিন্তু এই ম্যাচে প্রচুর ইস্টবেঙ্গল সমর্থকরা খেলা দেখতে আসলেও, হতাশ হয়ে তারা বাড়ি ফেরেন। কারন 2 -0 গোলে জঘন্য হারে ইস্টবেঙ্গল। দুটি গোলই করেন ভবানীপুরের জিতেন মুর্মু এবং বিদেশি ফুটবলার ক্রিজো। প্রথমার্ধেই ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে এক গোলে। ৩৩ মিনিটে গোলটি করেন জিতেন মুর্মু। দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল কিছুটা হলেও খেই হারিয়ে ফেলে।