নাকাশিপাড়ায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত রায়গঞ্জের ৫। শুক্রবার ভোরে নদীয়া জেলার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারালো একই পরিবারের ৫ জন। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের এই দূর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন রায়গঞ্জ দূর্গাপুর জামবাড়ির বাসিন্দা বিদ্যুৎ রায়।
বয়স ৪১। ছোট গাড়ি নিয়ে নবদ্বীপ ধামের কাছে গুরুদেবের বাড়িতে যাওয়ার পথে এমন দুর্ঘটনা বলে জানালেন মৃতের ভাই। তিনি বলেন, শুক্রবার ভোর ৩টার সময় তার দাদা বিদ্যুৎ তার ২ সন্তান ( ১০ বছরের অর্কপর্ণ ও ৪ বছরের আয়ুষ্মান) , মা পারুল রায়(৬৮) ও মামা মুকুল সরকার (৫৫) কে নিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথে এমন গাড়ি দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন। শুধু বৌদি বাড়িতে থাকায় উনি বেঁচে গিয়েছেন।
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এদিন নাকাশিপাড়ার টোল প্লাজার কাছে সিঙ্গেল লেন হওয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ১৪ চাকার ট্রেলার মুখোমুখি ধাক্কা মারে যাত্রী বোঝাই ছোট গাড়িতে। কিছু দূর অবধি টেনে নিয়ে গিয়ে অবশেষে নয়ানজুলিতে ছিটকে পড়ে ওই ট্রেলারটি। এমন দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারাই শুরু করে উদ্ধার কাজ। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তারা গাড়ি ২টিকে আটক করে তদন্ত শুরু করেছে। ঘাতক ট্রেলারের চালক পলাতক।
আরও পড়ুন – সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে একের পর এক শ্যামা পূজার মন্ডপ পরিদর্শনে ইটাহারের বিধায়ক
উল্লেখ্য, শুক্রবার ভোরে নদীয়া জেলার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারালো একই পরিবারের ৫ জন। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের এই দূর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন রায়গঞ্জ দূর্গাপুর জামবাড়ির বাসিন্দা বিদ্যুৎ রায়। বয়স ৪১। ছোট গাড়ি নিয়ে নবদ্বীপ ধামের কাছে গুরুদেবের বাড়িতে যাওয়ার পথে এমন দুর্ঘটনা বলে জানালেন মৃতের ভাই। তিনি বলেন, শুক্রবার ভোর ৩টার সময় তার দাদা বিদ্যুৎ তার ২ সন্তান ( ১০ বছরের অর্কপর্ণ ও ৪ বছরের আয়ুষ্মান) , মা পারুল রায়(৬৮) ও মামা মুকুল সরকার (৫৫) কে নিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন।



















