ভোজন সভায় মারধোর ও ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভোজন সভায় বাড়ি ভাঙচুর মারধোরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রানীপুর জাফরাবাদ এলাকায়।শুক্রবার বিকেল নাগাদ ভোজনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।একাধিক বাড়ি ভাঙচুর করা হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামে প্রায় দেড় বছর ধরে শিব নারায়ণ নামে এক ব্যাক্তির বাড়িতে ভোজন চলে।দূর দূরান্ত থেকে এই ভজনে অংশগ্রহণ করতো কয়েকশো লোক।বাইরে থেকে কিছু লোক নিয়ে এসে সেখানে ভোজন চলত, আর ভোজনের নামে নাকি ধর্ম পরিবর্তন করা হত বলে অপর পক্ষের অভিযোগ।
ওপর গোষ্ঠী অভিযোগ তলে যে সেই বাড়ি সহ ভোজেনে অংশ গ্রহণকারী একাধীক বাড়িতে তান্ডন চলে।যদিও সরাসরি অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী টুটুল দাসের দিকে। ভাঙচুর হওয়া বাড়ির একাধিক লোকজন আভিযোগ করে স্থানীয় মেম্বারের স্বামী টুটুল দাসের নেতৃত্বে এই হামলা চলে।যদিও অভিযোগ ভিক্তিহীন বলে উড়িয়ে দেন ওই তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী টুটুল দাস।
উল্লেখ্য, ভোজন সভায় মারধোর ও ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভোজন সভায় বাড়ি ভাঙচুর মারধোরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রানীপুর জাফরাবাদ এলাকায়।শুক্রবার বিকেল নাগাদ ভোজনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।একাধিক বাড়ি ভাঙচুর করা হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামে প্রায় দেড় বছর ধরে শিব নারায়ণ নামে এক ব্যাক্তির বাড়িতে ভোজন চলে।দূর দূরান্ত থেকে এই ভজনে অংশগ্রহণ করতো কয়েকশো লোক।বাইরে থেকে কিছু লোক নিয়ে এসে সেখানে ভোজন চলত, আর ভোজনের নামে নাকি ধর্ম পরিবর্তন করা হত বলে অপর পক্ষের অভিযোগ।
ওপর গোষ্ঠী অভিযোগ তলে যে সেই বাড়ি সহ ভোজেনে অংশ গ্রহণকারী একাধীক বাড়িতে তান্ডন চলে।যদিও সরাসরি অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী টুটুল দাসের দিকে। ভাঙচুর হওয়া বাড়ির একাধিক লোকজন আভিযোগ করে স্থানীয় মেম্বারের স্বামী টুটুল দাসের নেতৃত্বে এই হামলা চলে।যদিও অভিযোগ ভিক্তিহীন বলে উড়িয়ে দেন ওই তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী টুটুল দাস।