জেলায় প্রথম সুপার স্পেশালিটি হাসপাতালে সফল স্পাইন সার্জারীর অস্ত্রোপচার। সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে এই প্রথম স্পাইন সার্জারীর অস্ত্রোপচার সম্পন্ন হলো সফলতার সাথে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, দিন কয়েকদিন আগে গাছ কাটতে গিয়ে পিঠের উপর গাছের ডাল পরে যায় ঝাড়খন্ডের রানিশ্বর থানা এলাকার জয়তারা গ্রামের বাসিন্দা অশোল দলুই এর। দুটি পা হয়েছিলেন প্যারালাইসিস।
ঝাড়খন্ডের বিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে বাড়িতে থাকা চাষের কাজে লাগা দুটি গরু বিক্রী করে বর্ধমানের একটি নার্সিং হোমে ভর্তি করেছিলেন তার পরিবারের লোকেরা। সেখানে প্রায় ২লক্ষ টাকা অস্ত্রোপচারের খরচ বললে টাকা না থাকায় গরু বিক্রীর ৫০ হাজার টাকা সেখানে দিয়ে আহত রোগীকে ছাড়িয়ে নিয়ে এসে তাকে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছিলেন আহত অশোল দলুই এর পরিবার। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে জানতে পারেন তার মেরুদন্ডের হাড় ভেঙেছে বেশ কয়েকটি।
চিকিৎসকরা সিদ্ধান্ত নেন স্পাইন সার্জারী করার। সেই মতো হাসপাতালের চিকিৎসকদের টিম তাদের সিদ্ধান্তের কথা জানান সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে। হাসপাতাল সুপার অপারেশনের জন্য যন্ত্রাংশ থেকে সার্জারির আনুসঙ্গীক জিনিস যোগার করতে দেরী লাগাননি। হাতে হাত মিলিয়ে হাসপাতালের কর্মী থেকে নার্স, চিকিৎসক সবাই কাজে লেগে পড়েন। প্রায় ৮ ঘন্টা ধরে অস্ত্রোপচারের পর রোগীর বাড়ির লোকেদের অস্ত্রোপচার সফলের গ্রীন সিগন্যাল দেওয়া হয় সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের তরফে।
আপাতত সুস্থ আহত অশোল দলুই। সরকারি হাসপাতালে সফল কঠিন অস্ত্রোপচারে স্বভাবতই খুশী রোগীর বাড়ির আত্মীয়রা। রোগী ধীরে ধীরে তার নিজের পায়ের জোর ফিরে পাবেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঘাটনা প্রসঙ্গে রোগীর আত্মীয় নারায়ণ দোলুই বলেন, সিউড়িতে এই অপারেশন হয় আমরা জানতাম না। এই প্রথম আমার দাদার এই অপারেশন হয় বিনামূল্যে।
আরও পড়ুন – ছট পুজোর প্রাক মুহুর্তে শিলিগুড়িতে হদিস পাওয়া গেল সূর্যদেবের মন্দিরের
এখন আমার দাদা সুস্থ আছে। সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক সার্জেন ডাঃ সৌরভ মুখার্জি বলেন, পেসেন্টের পিঠে গাছ পরে মেরুদন্ডের কয়েকটি হাড় ভেঙে যায়, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথম আমরা বিনামূল্যে এই অস্ত্রোপচার করি। আপাতত রুগী উঠে বসতে পারছেন, আশা রাখছি ধীরে ধীরে তিনি নিজের পায়েও দাঁড়াতে পারবেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ নীলাঞ্জন মন্ডল বলেন, এই প্রথম হাসপাতালে বিনামূল্যে অপারেশন হয়।
আগে যেহেতু এমন অপারেশন হয়নি তাই অপারেশনের জিনিস গুলো জোগাড় করতে একটু সময় লেগেছে। তবে অপারেশনের জন্য যন্ত্রাংশ থেকে সার্জারির আনুসঙ্গীক জিনিস যোগার করতে দেরী লাগাননি। হাতে হাত মিলিয়ে হাসপাতালের কর্মী থেকে নার্স, চিকিৎসক সবাই কাজে লেগে পড়েন। তারপরই প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় দীর্ঘ আট ঘন্টায় এই কঠিন অস্ত্রোপ্রচার সফল হয় বলে জানান সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ নীলাঞ্জন মন্ডল।