ছট ঘাট পরিদর্শনে অসন্তোষ চেয়ারম্যান, পুনরায় ঘাট তৈরির নির্দেশ। দশমীর ঘাটে মালবাজারের মাল নদির ঘটনার পর এবারের ছট পুজোর ঘাট নিয়ে বারতি সতর্ক জেলা প্রশাসন। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি রাজবাড়ী দিঘিতে তৈরি করা ছট পুজোর ঘাট পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করলেন জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শনিবার জলপাইগুড়ি এসে সোজা রাজবাড়ী দিঘিতে যান ছট ঘাট পরিদর্শনে। যা তৈরি করছে জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ।
সৌরভ বাবু ঘাটের তৈরি বাঁশের ব্যারিকেড পাটাতন ঠিক ঠাক আছে কিনা সেটাও পরীক্ষা করেন। কিন্তু তার উপস্থিতিতেই একপাশের কাঠের পাটাতন ভেঙ্গে পরে। যা দেখার পরে কিছুটা আধিকারিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। শনিবার পরিদর্শনের পর সৌরভ বাবু বলেন, রাজবাড়ি দিঘিতে যেভাবে ঘাট তৈরির ক্ষেত্রে ত্রুটি লক্ষ করা যাচ্ছে, যে কারনে ঘাটের সব কিছু খুলে নতুন করে করার নির্দেশ দেওয়া হয়েছে। মালবাজারের যে ঘটনা ঘটেছে সেই দিকে লক্ষ রেখে কোন ঝুঁকি নেওয়া যাচ্ছে না।
তাই ঘাটের সামনের দিকে ফেন্সিং করার কথা বলা হয়েছে। পাশাপাশি সৌরভ বাবু জানান, মালবাজার ছাড়া জলপাইগুড়ি ও শিলিগুড়ি মিলে মোট ৩৮টি ছট পুজোর ঘাট তৈরি করছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিটি ঘাটই তিনি পরিদর্শন করছেন। সবগুলি ঘাটেই ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সহ বিভিন্ন স্বেচ্ছা সেবকরা থাকবেন। মালবাজারের ঘটনার কোনভাবেই যাতে পুনরাবৃত্তি না ঘটে সে নিয়ে জেলা প্রশাসন তৎপর থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন – পদ্মা পারের হাওয়ায় উত্তাল গঙ্গা পারের কলকাতা
উল্লেখ্য, দশমীর ঘাটে মালবাজারের মাল নদির ঘটনার পর এবারের ছট পুজোর ঘাট নিয়ে বারতি সতর্ক জেলা প্রশাসন। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি রাজবাড়ী দিঘিতে তৈরি করা ছট পুজোর ঘাট পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করলেন জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শনিবার জলপাইগুড়ি এসে সোজা রাজবাড়ী দিঘিতে যান ছট ঘাট পরিদর্শনে। যা তৈরি করছে জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। সৌরভ বাবু ঘাটের তৈরি বাঁশের ব্যারিকেড পাটাতন ঠিক ঠাক আছে কিনা সেটাও পরীক্ষা করেন। কিন্তু তার উপস্থিতিতেই একপাশের কাঠের পাটাতন ভেঙ্গে পরে।