চায়ের কাপে চুমুক দিয়ে দার্জিলিঙে ঘুমন্ত বুদ্ধর দর্শন। চায়ের কাপে চুমুক দিতে দিতে দার্জিলিঙে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ মিস করতে চান না পর্যটকরা। তাই সারা বছর কমবেশি ভিড় হয়ে থাকে পর্যটকদের দার্জিলিং এ, হিমালয়ের উত্তরে হওয়ায় অনেকেই নিজেকে পরখ করে নিতে চান। দার্জিলিং মানে স্বর্গীয় অনুভূতি। দার্জিলিঙে অন্যতম উপভোগ্য খাবারের সন্ধান মেলে গ্লেনারিজে।
এখানকার বিভিন্ন সুস্বাদু খাবার খেয়ে দার্জিলিং সম্পর্কে পর্যটকদের অনুভূতি আরো বেড়ে যায়। একটা অন্যরকম মাত্রা যোগ করে। পাহাড়ি সকাল মানে নস্টালজিক অনুভূতি, মিঠে রোদে চা খেতে খেতে ঘুমন্ত বুদ্ধের দর্শনে হৃদয়ের শান্তি নেমে আসে। আর চা কফি মানে গ্লেনারীজ,সাথে সসেজ কিংবা বেকন রোমান্টিকতাকে আরো বাড়িয়ে তোলে।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
উল্লেখ্য, চায়ের কাপে চুমুক দিতে দিতে দার্জিলিঙে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ মিস করতে চান না পর্যটকরা। তাই সারা বছর কমবেশি ভিড় হয়ে থাকে পর্যটকদের দার্জিলিং এ, হিমালয়ের উত্তরে হওয়ায় অনেকেই নিজেকে পরখ করে নিতে চান। দার্জিলিং মানে স্বর্গীয় অনুভূতি।
দার্জিলিঙে অন্যতম উপভোগ্য খাবারের সন্ধান মেলে গ্লেনারিজে। এখানকার বিভিন্ন সুস্বাদু খাবার খেয়ে দার্জিলিং সম্পর্কে পর্যটকদের অনুভূতি আরো বেড়ে যায়। একটা অন্যরকম মাত্রা যোগ করে। পাহাড়ি সকাল মানে নস্টালজিক অনুভূতি, মিঠে রোদে চা খেতে খেতে ঘুমন্ত বুদ্ধের দর্শনে হৃদয়ের শান্তি নেমে আসে। আর চা কফি মানে গ্লেনারীজ,সাথে সসেজ কিংবা বেকন রোমান্টিকতাকে আরো বাড়িয়ে তোলে।
উল্লেখ্য, চায়ের কাপে চুমুক দিতে দিতে দার্জিলিঙে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ মিস করতে চান না পর্যটকরা। তাই সারা বছর কমবেশি ভিড় হয়ে থাকে পর্যটকদের দার্জিলিং এ, হিমালয়ের উত্তরে হওয়ায় অনেকেই নিজেকে পরখ করে নিতে চান। দার্জিলিং মানে স্বর্গীয় অনুভূতি। দার্জিলিঙে অন্যতম উপভোগ্য খাবারের সন্ধান মেলে গ্লেনারিজে। এখানকার বিভিন্ন সুস্বাদু খাবার খেয়ে দার্জিলিং সম্পর্কে পর্যটকদের অনুভূতি আরো বেড়ে যায়। একটা অন্যরকম মাত্রা যোগ করে। পাহাড়ি সকাল মানে নস্টালজিক অনুভূতি, মিঠে রোদে চা খেতে খেতে ঘুমন্ত বুদ্ধের দর্শনে হৃদয়ের শান্তি নেমে আসে। আর চা কফি মানে গ্লেনারীজ,সাথে সসেজ কিংবা বেকন রোমান্টিকতাকে আরো বাড়িয়ে তোলে।