উত্তর দিনাজপুরে শান্তি পূর্ন ভাবে সম্পন্ন হল প্রথম দিনের ছট পূজা। রবিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় সম্পন্ন হল প্রথম দিনের সূর্য আরাধনা । এদিন চোপড়ার উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলা সীমান্তের মহানন্দার নদীর ছট ঘাটে দুই জেলার ছটব্রতীরা অষ্টমান সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করেন। এখানে ছট এর মেলাও বসে ।
বেরং ব্রিজ ঘাটেও উল্লেখ যোগ্য ভিড় ছিল । চোপড়া ছট ঘাটে প্রচুর ভক্ত সূর্য আরাধনা করেন । এছাড়াও ছট পূজা হাই চুটিয়া ক্ষোর অঞ্চলের উদরাইল এলাকাতেও । ছট পূজা শান্তিপূর্ণভাবে পালন করার জন্য প্রতিটি ঘাট পরিদর্শন করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বিডিও সমীর মন্ডল চোপরা ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য প্রীতি রঞ্জন ঘোষ এবং চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন । বেরঙ ব্রিজ ছট ঘাটে মাঝিয়ালি পঞ্চায়েত এর মাধ্যমে পানীয় জল ও আলোর ব্যবস্থা করেন একরামুল হক ।
সব মিলিয়ে চোপড়ায় প্রথম দিনের সূর্য আরাধনা সম্পন্ন হয় শান্তিপূর্ণভাবে ।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
উল্লেখ্য, রবিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় সম্পন্ন হল প্রথম দিনের সূর্য আরাধনা । এদিন চোপড়ার উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলা সীমান্তের মহানন্দার নদীর ছট ঘাটে দুই জেলার ছটব্রতীরা অষ্টমান সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করেন। এখানে ছট এর মেলাও বসে ।
বেরং ব্রিজ ঘাটেও উল্লেখ যোগ্য ভিড় ছিল । চোপড়া ছট ঘাটে প্রচুর ভক্ত সূর্য আরাধনা করেন । এছাড়াও ছট পূজা হাই চুটিয়া ক্ষোর অঞ্চলের উদরাইল এলাকাতেও । ছট পূজা শান্তিপূর্ণভাবে পালন করার জন্য প্রতিটি ঘাট পরিদর্শন করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বিডিও সমীর মন্ডল চোপরা ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য প্রীতি রঞ্জন ঘোষ এবং চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন । বেরঙ ব্রিজ ছট ঘাটে মাঝিয়ালি পঞ্চায়েত এর মাধ্যমে পানীয় জল ও আলোর ব্যবস্থা করেন একরামুল হক ।
সব মিলিয়ে চোপড়ায় প্রথম দিনের সূর্য আরাধনা সম্পন্ন হয় শান্তিপূর্ণভাবে । শান্তি পূর্ন ভাবে