দিনে দুপুরে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকল থানার গড়াইমারী বিশ্বাসপাড়া এলাকায়। সোমবার এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন দুপুরে রান্না করছিলেন গৃহবধূ ঝুমা বিবি, রান্না করার সময় অসাধনতা বশতো আগুন ছুটে গিয়ে পাশের পাটকাটির বেড়াতে গিয়ে পড়ে এবং মুহুতের মধ্যে আগুন ধরে জায় পাটকাটিতে। সেখান থেকে আগুন ছড়িয়ে পরে তাদের ঘরে। অগ্নিকান্ডের সময় বারিতে ছিলেন না গৃহকতা রফিকুল ইসলাম। দিনে দুপুরে এই অগ্নিকান্ডেরে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । জদিও অগ্নিকান্ডের ঘটণায় পুড়ে জায় সমস্ত আসবাব পত্র থেকে শুরু করে জাবতীয় সমস্ত কিছু। ঘর হাড়িয়ে এখন গৃহহীন হয়ে পরেছে পরিবার