চোপড়া থানা প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এর নব নির্বাচিত সদস্য সদস্যা গণের সংবর্ধনা সভা ও বিজয় উৎসব চোপড়া ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল সোমবার।
এদিন সংগঠনের পক্ষ থেকে বিজয়ী প্রার্থীদের নিয়ে একটি বিশাল বিজয় মিছিল করা হয়। এই মিছিলটি তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক কার্যালয় থেকে বের হয়ে চোপড়া বাজার হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে কালাগঞ্জ আলোড়নী মাঠে পৌঁছান। এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান চোপড়া ব্লক তৃণমূল সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ সহ সভাপতি জাকির আবেদীন,পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন ব্লক মহিলা তৃণমূল নেত্রী আসমত আরা বেগম সহ সমস্ত ব্লক ও অঞ্চল তৃণমূল নেতা কর্মীগণ।
মিছিল শেষে একটি স্টেট কর্নারে বিজয়ী প্রতিনিধিদের পুষ্প ইস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিধায়ক হামিদুর রহমান জানান তৃণমূল শিক্ষক সংগঠনের ১৫ জন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন । তাই এদিন একটি বিশাল বিজয় উৎসব মিছিল করে নতুন সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় ।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হামিদুল রহমান বলেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সদস্য রা যেভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন , আগামী পঞ্চায়েত নির্বাচনে এই জয়ের ধারায় বজায় থাকবে চোপড়া বিধানসভা এলাকায় । অর্থাৎ চোপড়া বিধানসভা এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে তৃণমূল প্রার্থীরা । কারণ রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং বিধায়ক হামিদুর রহমানের উদ্যোগে যা উন্নয়ন হয়েছে মানুষ তা ভুলতে পারবে না। তাই চোপড়ার মানুষ তৃণমুলকেই ভোট দেবেন। প্রাইমারি টিচার্স