উত্তর হাওড়ার সালকিয়া এলাকাতে দুঃসাহসিক ছিনতাই, এলাকাতে চাপা আতঙ্ক

উত্তর হাওড়ার সালকিয়া এলাকাতে দুঃসাহসিক ছিনতাই, এলাকাতে চাপা আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর হাওড়ার সালকিয়া এলাকাতে দুঃসাহসিক ছিনতাই। এলাকাতে চাপা আতঙ্ক। হাওড়ায় দুঃসাহসিক ছিনতাই, প্রায় কয়েক লক্ষ্য টাকা | প্রকাশ্য রাস্তায় এইভাবে ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। দুঃসাহসিক এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে মালিপাঁচঘড়া থানার সালকিয়া এলাকাতে। শুক্রবার রাত্রে দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আচমকাই বাইকে চেপে এসে ঘটনাস্থলে যে উপস্থিত হয় দুই দুস্কৃতি।

 

ব্যবসায়ী শচীন সিংঘানিয়ার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী| এরপরে ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মালি পাঁচঘড়া থানার পুলিশ | শনিবার ওই ঘটনাস্থলে এসে সরেজমিনে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিংহ। তিনি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে পুরো ঘটনা বিস্তারিত বিবরণ শোনেন ও তাঁকে উপযুক্ত তদন্তের আশ্বাস দেন তিনি।

ব্যবসায়ী শচীন সিংঘানিয়া জানান শুক্রবার রাতে দোকান বন্ধ করার সময়ে দুইজন বাইকে চড়ে তার সামনে এসে উপস্থিত হয়। হাতে থাকা লক্ষাধিক টাকা সমেত ব্যাগ ছিনতাই করে তাঁরা চলে যায়। কোনদিকে গেছে সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে জানাতে পারে নি। যদিও তিনি জানান একজনের মাথায় হেলমেট পড়া ছিল আর অপরজনের মুখ খোলাই ছিল। পুলিশ তাঁকে আশ্বস্ত করেছে অপরাধীদের খুঁজে বের করা হবে। তিনি জানান তার সঙ্গে যা ঘটার ছিল তা ঘটেছে। তবে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নিতে পারে।

আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার

তিনি জানান ওই ব্যাগে লক্ষাধিক টাকার বেশি নগদ ছিল। গোটা ঘটনায় চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকার ব্যবসায়ী মহলে। প্রকৃত দোষীদের খুঁজে বার করার দাবি এলাকার ব্যবসায়ীদের। যদিও এই ঘটনার প্রাথমিক তদন্তে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ওই ব্যবসায়ীর ঘনিষ্ট কেউ যুক্ত থাকার সম্ভাবনা। শুক্রবার রাত্রে শচীন সিংঘানিয়া লক্ষাধিক টাকা ব্যাগে নিয়ে বাড়ি যাবে সেই তথ্য তিনি ছাড়া আর কে কে জানতো সেই বিষয়টি খতিয়ে দেখছে আধিকারিকরা।

 

পুলিশের প্রাথমিক অনুমান এই খবর ছিনতাইবাজদের দেওয়া হয়েছিল আগে থেকেই। সেই মতো তাঁরা দোকান বন্ধ হওয়ার নির্দিষ্ট সময়ের জন্যই ওই এলাকাতে অপেক্ষা করছিলো। এছাড়াও কোনদিক দিয়ে সহজে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়া যাবে সেই বিষয়েও যাবতীয় তথ্য এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি ছিনতাইকারীদের জানিয়েছিল। আর পুরোটাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত করা হয়েছে বলেই মনে করছেন এই তদন্তে যুক্ত আধিকারিকরা।

 

তাই তাঁরা সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন। পাশাপাশি ওই এলাকার আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ছিনতাইবাজদের সনাক্ত করার প্রক্রিয়া চালানো হবে বলেই জানা যাচ্ছে মালিপাঁচঘড়া থানার সূত্রে। ব্যবসায়ীর দেওয়া বয়ান অনুযায়ী দুই ছিনতাইবাজের মধ্যে একজনের মুখ খোলা ছিল বলে সিসিটিভির ফুটেজের মাধ্যমে তাঁকে সনাক্ত করা সম্ভব হবে বলেই মনে করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। উত্তর হাওড়ার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top