এক সাথে চার-চারটে বাঘের দর্শনে উজ্জীবিত পর্যটক। ফের সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। তবে এবার একটা বা দুটো নয়, এক সাথে চারটে বাঘের দর্শন পেল পর্যটকরা। সোমবার সুন্দরবন ভ্রমণের সময় পীরখালি ৫ নম্বর জঙ্গলে এক সাথে চার চারটে বাঘের দর্শন পান কলকাতা থেকে বেড়াতে আসা পর্যটক দলটি। তারাই ক্যামেরাবন্দি করেন মা ও তিন শিশু বাঘের ছবি।
মরশুমের শুরুতে একের পর এক বাঘের দর্শন পাচ্ছেন সুন্দরবনের আশা পর্যটকরা। দুদিন আগে দুটি পূর্ণবয়স্ক বাঘ নিজেদের মধ্যে কোলাকুলি করতে দেখা যায়। দিনের পর দিন মিলছে বাঘের দর্শন। এতেই বোঝা যাচ্ছে সুন্দরবনে বাঘের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
বনকর্মীদের নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করায় বাঘে মানুষের সংঘাত এড়াতে সর্বদা সজাগ,আর তাতেই এই মুহূর্তে জঙ্গল সংলগ্ন গ্রামের মানুষজন নির্ভয়ে নিদ্রা যেতে পারছে এতেই বেজায় খুশি। পর্যটক দলটি। শীতের শুরুতে বাঘ মামা নদী সংলগ্ন চড়ে আসছে আহারের সন্ধানে- হরিণ সহ বন্য শুকরের সন্ধান মিলছে। বারে বারে পর্যটকদের ক্যামেরায় উঠে আসছে বন্য শুকর হরিণ সহ বাঘের দর্শন।
আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার
উল্লেখ্য, ফের সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। তবে এবার একটা বা দুটো নয়, এক সাথে চারটে বাঘের দর্শন পেল পর্যটকরা। সোমবার সুন্দরবন ভ্রমণের সময় পীরখালি ৫ নম্বর জঙ্গলে এক সাথে চার চারটে বাঘের দর্শন পান কলকাতা থেকে বেড়াতে আসা পর্যটক দলটি। তারাই ক্যামেরাবন্দি করেন মা ও তিন শিশু বাঘের ছবি।
মরশুমের শুরুতে একের পর এক বাঘের দর্শন পাচ্ছেন সুন্দরবনের আশা পর্যটকরা। দুদিন আগে দুটি পূর্ণবয়স্ক বাঘ নিজেদের মধ্যে কোলাকুলি করতে দেখা যায়। দিনের পর দিন মিলছে বাঘের দর্শন। এতেই বোঝা যাচ্ছে সুন্দরবনে বাঘের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বনকর্মীদের নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করায় বাঘে মানুষের সংঘাত এড়াতে সর্বদা সজাগ,আর তাতেই এই মুহূর্তে জঙ্গল সংলগ্ন গ্রামের মানুষজন নির্ভয়ে নিদ্রা যেতে পারছে এতেই বেজায় খুশি। পর্যটক দলটি। শীতের শুরুতে বাঘ মামা নদী সংলগ্ন চড়ে আসছে আহারের সন্ধানে- হরিণ সহ বন্য শুকরের সন্ধান মিলছে। বারে বারে পর্যটকদের ক্যামেরায় উঠে আসছে বন্য শুকর হরিণ সহ বাঘের দর্শন।