গোপাষ্টমী উপলক্ষে বক্সিরহাটে র‍্যালি

গোপাষ্টমী উপলক্ষে বক্সিরহাটে র‍্যালি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গোপাষ্টমী উপলক্ষে বক্সিরহাটে র‍্যালি। মঙ্গলবার ছিলো গোষ্ঠ বা গোপাষ্টমী সেই উপলক্ষে তুফানগঞ্জ 2 নং ব্লকের বক্সিরহাট মদন পাড়া শ্রী শ্রী রাধা মদন গোপাল শ্রী অঙ্গন মন্দিরে তরফ থেকে এই দিনটিকে পালন করা হলো। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। মন্দিরে দায়িত্বে থাকা গৌর গোস্বামী জানান তারা প্রতিবছরের দিনটি পালন করে থাকেন। কিন্তু গত দুবছর করনা ভাইরাসের জন্য অনুষ্ঠান ছোট করে করা হয়েছে কিন্তু এবছর অনুষ্ঠানটি বড় করে করা হয়।

 

হিন্দু ধর্মতে আজকের দিনেই নন্দ মহারাজ শ্রী কৃষ্ণ এবং বলরামের হাতে গোচারনের দায়িত্ব দিয়েছিলো।তাই আজকের দিনে গরুকে পূজা করে এই অনুষ্ঠানে সূচনা হয়। গৌড় গোস্বামী বলেন প্রথমে গরুকে পূজা করা হয় এবং তারপরে কৃষ্ণ বলরাম সাজিয়ে একটি র‍্যালি বের করা হয়। এই র‍্যালিটি বক্সিরহাটের বিভিন্ন যায়গা ঘুরে অসম বাংলা সীমান্তে একটি মাঠে গিয়ে বিভিন্ন রকম খেলা ধুলা হয় ও বিশেষ পূজা করা হয়। তার পর র‍্যালিটি ঘুরে আবার মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার

উল্লেখ্য, মঙ্গলবার ছিলো গোষ্ঠ বা গোপাষ্টমী সেই উপলক্ষে তুফানগঞ্জ 2 নং ব্লকের বক্সিরহাট মদন পাড়া শ্রী শ্রী রাধা মদন গোপাল শ্রী অঙ্গন মন্দিরে তরফ থেকে এই দিনটিকে পালন করা হলো। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। মন্দিরে দায়িত্বে থাকা গৌর গোস্বামী জানান তারা প্রতিবছরের দিনটি পালন করে থাকেন। কিন্তু গত দুবছর করনা ভাইরাসের জন্য অনুষ্ঠান ছোট করে করা হয়েছে কিন্তু এবছর অনুষ্ঠানটি বড় করে করা হয়।

 

হিন্দু ধর্মতে আজকের দিনেই নন্দ মহারাজ শ্রী কৃষ্ণ এবং বলরামের হাতে গোচারনের দায়িত্ব দিয়েছিলো।তাই আজকের দিনে গরুকে পূজা করে এই অনুষ্ঠানে সূচনা হয়। গৌড় গোস্বামী বলেন প্রথমে গরুকে পূজা করা হয় এবং তারপরে কৃষ্ণ বলরাম সাজিয়ে একটি র‍্যালি বের করা হয়। এই র‍্যালিটি বক্সিরহাটের বিভিন্ন যায়গা ঘুরে অসম বাংলা সীমান্তে একটি মাঠে গিয়ে বিভিন্ন রকম খেলা ধুলা হয় ও বিশেষ পূজা করা হয়। তার পর র‍্যালিটি ঘুরে আবার মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top