সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ১৫তম জেলা সম্মেলন থেকে তৃণমূল ও বিজেপিকে উৎখাতের ডাক। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ১৫তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সদর ইটাহার মাইনোরিটি কমিউনিটি হলের সভা কক্ষে সম্মেলনের আয়োজন করে সংগঠনের নেতৃত্বরা। ইটাহার হাটখোলা এলাকায় অবস্থিত সিপিআইএম পার্টির দলীয় কার্যালয় থেকে ১৫তম জেলা সম্মেলন সফল করতে প্রথমে একটি বর্ণাঢ্য মিছিল সমগ্র ইটাহার শহরের রাস্তা পরিক্রমা করে।
মিছিলের মূল আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য। মিছিল শেষে মাইনোরিটি কমিউনিটি হল প্রাঙ্গণে সংগঠনের দলীয় পতাকা ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ১৫ তম উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্মেলনের সূচনা করেন উপস্থিত রাজ্য ও জেলা নেতৃত্বরা। মূলত, নারী নির্যাতন বন্ধ ও নারীদের মর্যাদা রক্ষার ক্ষেত্রে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও রেশনের মধ্যমে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান, শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্তদের কঠোর শাস্তি দেওয়া ও স্বচ্ছতার সাথে নিয়োগ করা এবং সকলের ন্যায্য মজুরির দাবি উপস্থিত নেতৃত্ব ও কর্মীদের সামনে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য ও জেলা নেতৃত্বরা।
আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার
পাশাপাশি আগামী দিনে রাজ্যে তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারকে দেশ তথা রাজ্য থেকে উৎখাত করে কিভাবে সংগঠনকে মজবুত করবে গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব ও কর্মীরা সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের সম্মেলনে। উপস্থিত ছিলেন, সংগঠনের রাজ্য সম্পাদিকা কনিনিকা ঘোষ, রাজ্য সভানেত্রী অঞ্জু ঘোষ, রাজ্য মহিলা নেত্রী রত্না ভর্ট্টাচার্য, জেলা সম্পাদিকা সুপ্রিতি ঘোষ মজুমদার, বেলা চ্যাটার্জি, আল্পনা বির্মন, কৃষ্ণা সেনগুপ্ত সহ অন্যান্যরা।