মহিলা তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি সফল করতে সাংগঠনিক আলোচনা সভা ইটাহারে। তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি “চলো গ্রামে যাই” সফল করতে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হল ইটাহারে। ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের পরামর্শে এদিন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয় ইটাহার চৌরাস্তা এলাকার পথসাথী প্রাঙ্গণের সভাকক্ষে।
১লা নভেম্বর থেকে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। মূলত, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নির্দেশে বুথে বুথে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কথা তাদের সামনে তুলে ধরতে এবারে মহিলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে “চলো গ্রামে যাই” কর্মসূচি শুরু করেছে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন – বঙ্গ গৌরব সম্মান ২০২২
সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা এলাকায় “চলো গ্রামে যাই” কর্মসূচি সফল করতে সমগ্র ইটাহার ব্লকের মহিলা তৃণমূল নেত্রী ও কর্মীদের এই নতুন কর্মসূচি সম্পর্কে অবগত করারা পাশাপাশি তাদের কাজের নির্দেশিকা জানাতে এদিনের এই সাংগঠনিক আলোচনা সভার আয়োজন বলে জানাযায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহিলা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, ইটাহার ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পূজা দাস, ইটাহার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রীনা সরকার সহ ইটাহার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মহিলা তৃণমূলের