বেলুড় মঠ সারদাপীঠে সকাল থেকেই চলছে জগদ্ধাত্রীর আরাধনা। ভক্তদের ঢল। মহাসমারোহে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হয়েছে শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা। আজ নবমীতে দিনে একই সাথে সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা হচ্ছে।সকাল ছটায় পূর্বাহ্ন পূজা দিয়ে শুরু হয়েছে পূজা। এরপর মধ্যাহ্ন পূজা এবং অপরাহ্ন পূজা হবে। এরই মধ্যে হবে পুষ্পাঞ্জলি, হোম এবং প্রসাদ বিতরণ। সন্ধ্যা সাড়ে ছটায় আরতি হয়ে আজকের মতো পুজোর সমাপ্তি হবে।
আগামীকাল দশমীর সকাল সাতটায় পূজা হওয়ার পর সাড়ে আটটার সময় দর্পণ বিসর্জন এবং সন্ধ্যা সাতটায় প্রতিমা নিরঞ্জন হবে। করোনাকালে দু’বছর ভক্ত এবং দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এবছর তা উন্মুক্ত করে দেওয়ায় অগণিত ভক্ত এবং দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে আসছেন। তাদের জন্য প্রসাদের আয়োজন করেছে সারদাপীঠ কর্তৃপক্ষ। সব মিলিয়ে করোনাকাল পেরিয়ে ফের মহা ধূমধামে জগদ্ধাত্রী পূজা হচ্ছে বেলুড় মঠ সারদাপীঠে।
আরও পড়ুন – বঙ্গ গৌরব সম্মান ২০২২
উল্লেখ্য, মহাসমারোহে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হয়েছে শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা। আজ নবমীতে দিনে একই সাথে সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা হচ্ছে।সকাল ছটায় পূর্বাহ্ন পূজা দিয়ে শুরু হয়েছে পূজা। এরপর মধ্যাহ্ন পূজা এবং অপরাহ্ন পূজা হবে। এরই মধ্যে হবে পুষ্পাঞ্জলি, হোম এবং প্রসাদ বিতরণ। সন্ধ্যা সাড়ে ছটায় আরতি হয়ে আজকের মতো পুজোর সমাপ্তি হবে।
আগামীকাল দশমীর সকাল সাতটায় পূজা হওয়ার পর সাড়ে আটটার সময় দর্পণ বিসর্জন এবং সন্ধ্যা সাতটায় প্রতিমা নিরঞ্জন হবে। করোনাকালে দু’বছর ভক্ত এবং দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এবছর তা উন্মুক্ত করে দেওয়ায় অগণিত ভক্ত এবং দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে আসছেন। তাদের জন্য প্রসাদের আয়োজন করেছে সারদাপীঠ কর্তৃপক্ষ। সব মিলিয়ে করোনাকাল পেরিয়ে ফের মহা ধূমধামে জগদ্ধাত্রী পূজা হচ্ছে বেলুড় মঠ সারদাপীঠে। বেলুড় মঠ