মালদহ জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা। জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নভেম্বর মাস পরলেও ঠান্ডার দেখা নেই। মশার উপদ্রব কিন্তু সেই তিমিরেই রয়েছে।
মালদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন কালিয়াচকের এক ব্যক্তি। গত রবিবার থেকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজে চিকিত্সা চলছিল তাঁর।
বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০! শহর ছাড়াও গ্রামীণ এলাকাতেও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।
জেলা স্বাস্থ্য দফতরের নথি অনুযায়ী,বর্তমানে জেলায় ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা ১০৫ জন। তবে গত কয়েক দিন ধরে কালিয়াচক-১ নম্বর ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলার অন্যান্য ব্লকের চিত্রও কমবেশি একই রকম।এই বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮৬ জন।
আরও পড়ুন – বঙ্গ গৌরব সম্মান ২০২২
মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: পাপড়ি নায়েক জানিয়েছেন,প্রতিবছর এই সময় অক্টোবর-নভেম্বর মাসে ডেঙ্গু (Dengue) আক্রান্ত রোগীর সংখ্যা সামান্য কিছু বাড়ে। আশা করা যায়, নভেম্বর মাস থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমবে। কারণ ঠান্ডা আসতে শুরু করেছে। তবে ডেঙ্গু থেকে বাঁচতে গেলে মানুষকে সচেতন হতে হবে। বাড়িতে বা বাড়ির আশেপাশে কোথাও জল জমতে না দেওয়া ও পরিষ্কার পরিচ্ছন রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টৈ রাজ্যে এবছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৪ জনের। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গত সোমবার শিলিগুড়ির তৃণমূল কর্মী বিষ্ণুপদ সাহা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবার মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা গেলেন। স্বাভাবিক ভাবেই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা চিন্তায়। মালদহ জেলা জুড়ে