ব্যারাকপুরে প্রাচীন কালী মন্দির উচ্ছেদ করতে এসে বাধার মুখে পিছু হটল রেল প্রশাসন। বারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর রেলগেট সংলগ্ন একটি প্রাচীন কালী মন্দির উচ্ছেদ করতে এসে স্থানীয়দের বাধার মুখে পিছু হটল রেল প্রশাসন। এদিন উচ্ছেদ অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সম্রাট তপদার।
কিছুক্ষণ পরেই সেখানে এসে হাজির হন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস। স্থানীয় কাউন্সিলর ও ২ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দাদের তীব্র বাধার সন্মুখীন হয়ে উচ্ছেদ না করেই রেল প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সম্রাট তপাদার বলেন,মানুষের আস্থা ও ভরসার স্থল হল মন্দির,মসজিদ,গীর্জা সহ সমস্ত ধর্মীয় স্থানগুলি। মানুষের সেই আস্থার স্থলে কোনভাবেই আঘাত করতে বা ধ্বংস করতে দেওয়া যাবে না।
আরও পড়ুন – পথ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক বুধরাই টুডু
এদিন রেল আধিকারিকদের বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিষয়টি সাংসদ অর্জুন সিংকেও জানানো হয়েছে। তিনি রেল প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। সম্রাট বাবুর দাবি,যদি রেল প্রশাসন ফের এই মন্দির উচ্ছেদ করতে আসে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যদিকে ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বলেন, মাঝে-মধ্যেই রেল প্রশাসন উচ্ছেদের নামে ভনিতা করে চলেছে। এ বিষয়ে ডিআরএমকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে, যে পুনর্বাসন বিনা কোনরকম উচ্ছেদ করা চলবে না। আলোচনার মধ্য দিয়েই মীমাংসা সুত্র খুঁজে বের করতে হবে। ব্যারাকপুরে প্রাচীন