বাগনানে সামাজিক নিরীক্ষার জন শুনানী সভা। বাগনান-১ ব্লকে বিডিও অফিসের বিবেকানন্দ হল-এ আজ সামাজিক নিরীক্ষার জনশুনানী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় ডিএম অ্যান্ড ডিসি উজ্জল মন্ডল মহাশয়, হাওড়া জেলার সামাজিক নিরীক্ষার আধিকারিক সব্যসাচী লাহা ও রাসবিহারী মাজি মহাশয়। বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী পঞ্চানন দাস ও দুই কর্মাধ্যক্ষ সইদুল মীর ও সমীর হাজরা মহাশয়, উপস্থিত ছিলেন বাইনান অঞ্চলের প্রধান তাপস হাজরা,
বাগনান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক দাস প্রমুখ। এদিন দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে সামাজিক নিরীক্ষার জনশুনানী সভা চলে। প্রত্যেক পঞ্চায়েতের একজন করে ভিআরপি তাদের প্রতিবেদন পাঠ করেন। বেশিরভাগ পঞ্চায়েত থেকে উঠে এসেছে ১০০ দিনের কাজ বন্ধ থাকার কথা। বাগনান-১ ব্লকের সভাপতি তার বক্তব্যে বলেন, ‘100 দিনের কাজ বন্ধ থাকায় গ্রামের পরিকাঠামো নষ্ট হয়েছে। কেন্দ্র সরকারের বঞ্চনা গ্রামীণ অর্থনৈতিকে পঙ্গু করে দিচ্ছে’। সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক তাঁর বক্তব্যে বলেন, “আমরা যে জেলায় ও রাজ্যে দরবার করেছি শুধু তাই নয়, মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সমস্যাগুলির দ্রুত সমাধান হবে বলে আমি আশাবাদী”।
আরও পড়ুন – পথ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক বুধরাই টুডু
উল্লেখ্য, বাগনান-১ ব্লকে বিডিও অফিসের বিবেকানন্দ হল-এ আজ সামাজিক নিরীক্ষার জনশুনানী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় ডিএম অ্যান্ড ডিসি উজ্জল মন্ডল মহাশয়, হাওড়া জেলার সামাজিক নিরীক্ষার আধিকারিক সব্যসাচী লাহা ও রাসবিহারী মাজি মহাশয়। বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী পঞ্চানন দাস ও দুই কর্মাধ্যক্ষ সইদুল মীর ও সমীর হাজরা মহাশয়, উপস্থিত ছিলেন বাইনান অঞ্চলের প্রধান তাপস হাজরা, বাগনান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক দাস প্রমুখ। এদিন দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে সামাজিক নিরীক্ষার জনশুনানী সভা চলে।
প্রত্যেক পঞ্চায়েতের একজন করে ভিআরপি তাদের প্রতিবেদন পাঠ করেন। বেশিরভাগ পঞ্চায়েত থেকে উঠে এসেছে ১০০ দিনের কাজ বন্ধ থাকার কথা। বাগনান-১ ব্লকের সভাপতি তার বক্তব্যে বলেন, ‘100 দিনের কাজ বন্ধ থাকায় গ্রামের পরিকাঠামো নষ্ট হয়েছে। কেন্দ্র সরকারের বঞ্চনা গ্রামীণ অর্থনৈতিকে পঙ্গু করে দিচ্ছে’। সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক তাঁর বক্তব্যে বলেন, “আমরা যে জেলায় ও রাজ্যে দরবার করেছি শুধু তাই নয়, মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সমস্যাগুলির দ্রুত সমাধান হবে বলে আমি আশাবাদী”।