সাংসদ তহবিলের অর্থে নির্মিত ঘরের ফলকে নেই সাংসদ-এর নাম, কটাক্ষ সাংসদ সুকান্ত-র। সাংসদ তহবিলের অর্থে নির্মিত দক্ষিণ দিনাজপুরের বোল্লা রক্ষাকালী মন্দির সংলগ্ন পোশাক পরিবর্তন ঘরে নেই সাংসদ সুকান্ত মজুমদার-এর নাম, কটাক্ষ করে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বললেন এটা পশ্চিমবঙ্গের খারাপ রাজনীতির লক্ষ্মণ যে ক্রেডিট দেওয়া হয় না।
উল্লেখ যে সাংসদ তহবিলের ২ লক্ষ ৯১ হাজার ৩৪৮ টাকা খরচ করে বালুরঘাট পঞ্চায়েত সমিতি ঐ পোশাক পরিবর্তনের ঘরটির নির্মাণ করে। মূলত বোল্লা মন্দিরে পূজো দিতে আসা মহিলাদের পোশাক পরিবর্তন করতে যাতে কোন সমস্যা না হয় সেই উদ্দেশ্যেই ঘরটির নির্মাণ করা হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার ঐ ঘরটির উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন তিনি ঘরটির উদ্বোধন করতে এসে দেখেন নবনির্মিত ঘরটির দেওয়ালে ফান্ড এম পি ল্যাড কথাটি এবং বালুরঘাট পঞ্চায়েত সমিতির নাম লেখা থাকলেও সেখানে লেখা নেই সাংসদ সুকান্ত মজুমদার-এর নাম।
আরও পড়ুন – পথ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক বুধরাই টুডু
যার পরেই তিনি তার বক্তব্যে বলেন রঙপত্র দেখে মনে হবে যে পঞ্চায়েত সমিতি এটা তৈরী করে দিয়েছে। কিন্তু পঞ্চায়েত সমিতির এক টাকাও নেই এর মধ্যে। শুধু তাই নয় তিনি বলেন এটা পশ্চিমবঙ্গের খারাপ রাজনীতির লক্ষ্মণ যে ক্রেডিট দেওয়া হয় না, অর্থাৎ টাকা সাংসদ তহবিলের কিন্তু সাংসদের নাম লেখা যাবে না,
আমার নামের মধ্যে অপবিত্র কি আছে যে আমার নাম লিখলে পড়ে তৃণমূল কংগ্রেস বা তাদের যে সরকার আছে তাদের ক্ষতি হয়ে যাবে, এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করা উচিৎ, উন্নয়নের ক্ষেত্রে কোন রাজনীতি থাকা উচিৎ না। একইসাথে এদিন তিনি জানান বোল্লা মন্দিরের রাস্তার প্রবেশ দ্বারে তোরণ তৈরী করবার জন্য তিনি সাংসদ তহবিল থেকে সাড়ে বারো লক্ষ টাকা দিয়েছেন, যা দিয়ে আগামীতে বোল্লা মন্দিরের রাস্তার প্রবেশ দ্বারে তোরণ নির্মিত হবে।