তিন নদী পেরিয়ে দুয়ারে সরকার শিবির, খুশি বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক প্রশাসন নিল এক প্রশংসনীয় উদ্যোগ। যে অঞ্চলের মানুষ আগে কোনোদিন দুয়ারে সরকার শিবিরে অংশ নেওয়ার সুযোগ পাননি, শনিবার সেরকমই এক জায়গায় অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির। শিবিরে ভিড় করে সরকারি সুযোগ সুবিধা নিতে দেখা গেল ওই এলাকাবাসীদেরকে।
আরও পড়ুন- পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উস্থীতে স্কুলে বিজয়া সম্মিলনী
রায়গঞ্জ ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, ৯ নম্বর গৌরি গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ গ্রামটি বিহার সীমান্তে অবস্থিত। বিশাহার ঘাটে নৌকায় ওপারে গিয়ে আরও দেড় কিমি হাঁটলে, তবে পৌঁছানো যায় গোয়ালদহ গ্রামে। সেখানে গতবার দুয়ারে সরকারের একটি বিশেষ শিবির ছাড়া আর কোনো শিবির না হওয়ায়, ব্লক প্রশাসনই সেখানে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়।
এদিন গোয়ালদহ প্রাথমিক স্কুলে সারাদিন ধরে চলল দুয়ারে সরকার শিবির। প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, মুলত লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, কাষ্ট সার্টিফিকেট, জমির কাগজ সঠিক ভাবে তৈরি করার কাউন্টারে ভিড় জমিয়ে সমস্যার সমাধান করল ওই গ্রামের বাসিন্দারা। বিডিও অফিসের এক আধিকারিক জানান, রায়গঞ্জ শহর থেকে ১৭ কিমি দূুরে অবস্থিত এই শিবিরের ২৭টি স্টলে এদিন ৬০ জনের বেশি সরকারি কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিন প্রায় ২৫০ জন গ্রামবাসী বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন করেছেন। সুরভী দাস নামের এক বাসিন্দা বলেন,। আজ লক্ষীর ভান্ডারের ফর্ম পূরণ করে জমা দিলাম। এই অর্থ পেলে সংসার চালাতে সুবিধা হবে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডল, জয়েন্ট বিডিও স্নেহাশিস মন্ডল, মৌসুমী মন্ডল, স্থানীয় পঞ্চায়েত প্রধান সীমা মন্ডল, গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের সমস্ত কর্মীরা। তিন নদী পেরিয়ে