ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি ভাঙ্গন কবলিত বাসিন্দাদের। রতুয়ায় গঙ্গা ভাঙন পরিদর্শনে এলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিহার সরকারের সঙ্গে কথা বলে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস দিলেন দিয়ারা বাসিকে। মহানন্দাটোলা বিলাইমারি ও ভূতনির দিয়াড়াবাসী বক্তব্য আগে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করতে হবে তারপরে ভোট।
এমন হুঁশিয়ারি দিলেন মালদার রতুয়ার ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলার অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, মালতি পুরের বিধায়ক আব্দুর রহিম বকসি এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো রতুয়া থানার আইসি সঞ্জয় দত্ত সহ সেচ দপ্তরের আধিকারিকরা।
আরও পড়ুন- পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উস্থীতে স্কুলে বিজয়া সম্মিলনী
শুক্রবার রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলার শ্রীকান্তটোলা পার্শ্ববর্তী গঙ্গা নদীর ভাঙ্গন পরিদর্শনে গিয়ে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেখানে তিনি গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনেন। এবং সেখান থেকে সোজা চলে যান মহানন্দা টলার কাটাহা দিয়ারা হাই স্কুল প্রাঙ্গণে। সেখানে চলছিল দুয়ারে সরকার ক্যাম্প। সেখানে তিনি গঙ্গা ভাঙ্গনের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গঙ্গা ভাঙ্গন কিভাবে প্রতিরোধ করা যায় তিনি জনসমক্ষে তুলে ধরেন।
এদিকে দিয়ারা বাসীর বক্তব্য আগে গঙ্গা ভাঙ্গনের স্থায়ী সমাধান তারপরে ভোট। প্রতিবছর গঙ্গা ও ফুলহরের ভাঙ্গনে হাজার হাজার বিঘে জমি এবং ঘরবাড়ি তলিয়ে গেছে নদী গর্ভে। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। তারা আজকে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের জন্য আসেননি এসেছিলেন নিজেদের ভোট প্রচার করার জন্য। ভাঙ্গন রোধের