বিজেপি নির্বাচন ভিত্তিক রাজনৈতিক দল

বিজেপি নির্বাচন ভিত্তিক রাজনৈতিক দল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিজেপি নির্বাচন ভিত্তিক রাজনৈতিক দল। বড় নির্বাচন হলে বিজেপির কর্মীদের তুলনায় অধিক সংখ্যক নেতারা বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেন। শিলিগুড়ি ও দার্জিলিংয়ে বিজেপির কর্মসূচি নিয়ে তীব্র কটাক্ষ বান ছুড়ে এদিন মন্তব্য করলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি ও দার্জিলিংয়ে বিজেপির পরপর কর্মসূচি নিয়ে ভাজপাকে ভোট পাখি হিসেবে তীব্র আক্রমন শানান শিলিগুড়ির মেয়র। পাহাড়ে সাংসদের নিখোঁজের পোস্টার পড়ে বার কয়েক। তবে পাঁচ বছরে দেখা মেলেনি পাহাড় সাংসদের।

 

বিগত জিটি এবং পাহাড়ে পুরসভার ভোট পার্বত্য ভূমিতে গেরুয়া শিবিরের অন্তঃসারশূন্য দশা স্পষ্ট করেছে। পাহাড় ও উত্তরে কোনঠাসা হয়ে পড়া বিজেপি লোকসভা ভোটে অংক কষে নিজ অবস্থান পরিবর্তনে পঞ্চায়েত ভোটের উষ্মায় রাজনৈতিক আঁচ তুলতে মরিয়া হয়ে পড়েছে। বিজেপির তাব্বর নেতৃত্বরা পঞ্চায়েত ভোটের মিটিং মিছিলে নেমে মাটি আকড়ে ধরতে চাইছেন। শনিবার দার্জিলিংয়ে কর্মসূচি করে বিজেপি।

 

২০২৪এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গদি নিশ্চিত করতে ফের ভোটের মুখে পাহাড় সমস্যার মিথ্যে প্রতিশ্রুতির বুলি আওড়ান দার্জিলিং সাংসদ রাজু বিস্ট। এদিন দার্জিলিং পাহাড়ে দাঁড়িয়ে তিনি বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বে পাহাড় সমস্যার সমাধান করবো। আর তার মন্তব্য ঘিরে ক্ষোভ উপড়ে দিচ্ছে পাহাড়ের রাজনৈতিক মহল। তাদের মন্তব্য বিগত পাঁচ বছরে সাংসদের দেখা মেলেনি পাহাড় সমস্যা নিয়ে দু শব্দটিও শোনা যায়নি সংসদের মুখে। ফের ভোটে গিয়ে আসতেই পাহাড় সমস্যা সমাধানে আশ্বাসের বস্তা পচা বুলি বিলি করতে নেমেছে ভাজপা।

আরও পড়ুন – চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে

তবে তাদের বারংবার পাহাড়ের গোর্খা আবেগকে উস্কে দিয়ে প্রতারণার রাজনীতি মুখ থুবড়ে পড়েছে এবারে। পাহাড়ের মানুষ আর বিজেপির সঙ্গে নেই তা সাফ। অন্যদিকে রবিবার উত্তরবঙ্গের সমস্ত জেলার পর্যবেক্ষকদের নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বদের উপস্থিতিতে বৈঠক হতে চলেছে। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করেই মূলত এই পরীক্ষা ভাজপার বলেই দাবি গেরুয়া শিবিরের। পঞ্চায়েত নির্বাচন দিয়েই লোকসভার ভোট প্রস্তুতি শুরু বলেই মন্তব্য বিজেপির। এর প্রেক্ষিতে শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন বিজেপি নির্বাচন ভিত্তিক রাজনৈতিক দল।

 

বাংলায় বড় নির্বাচন হলে বিজেপির কর্মীদের তুলনায় অধিক সংখ্যক নেতারা বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেন। ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৈলাস বিজয় বর্গী। তীব্র কটাক্ষ বান ছুড়ে তিনি বলেন বিধানসভার সময় তে তারা তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৈলাস বিজয় বর্গীয় প্রায় এখানে বাড়িঘর করে ফেলেছিলেন। আবার বাংলার সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচন রয়েছে। হেয়ালির সুর জড়িয়ে গৌতম দেব জানেন নির্বাচনের গন্ধ পেয়ে বিজেপির ভোট পাখিরা আবার আসতে শুরু করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top