বাস ও লরির সংঘর্ষে জখম ৫। জাতীয় সড়কে যাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির সংঘর্ষে জখম ৫ জন। শনিবার অফিস টাইমে জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি লরি ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার ১৬ নম্বর জাতীয় সড়কে। হাসপাতাল সূত্র মারফত জানতে পারা গিয়েছে, জখম ২ যাত্রী উৎপল দাস (৪৪) এবং সনাতন দাসকে (৫২) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন। জখম দু’জন হুগলির শ্রীরামপুর মল্লিকপাড়া এবং হুগলির নালিকুল বড়গাছিয়ার বাসিন্দা।
আরও পড়ুন – চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে
এদিন পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা গিয়েছে, আলমপুর রুটের একটি প্রাইভেট বাস লিলুয়া থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ধুলাগড়ের দিকে যাছিল। চামরাইল পেট্রোল পাম্পের কাছে ওই বাসটি দাঁড়িয়ে যাত্রী তুলছিল। সেই সময় ওই একই লেন দিয়ে যাচ্ছিল একটি ১৬ চাকার স্টোনচিপ বোঝাই লরি। বাসটির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে বাসটিকে। ধাক্কায় গাড়িতে ছিটকে পড়েন বাসের যাত্রীরা। কারও হাত, কারও পা ভেঙে যায়। মাথায় গুরুতর আঘাত লাগে।
জখম অবস্থায় প্রত্যেককেই প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের।
সেখনে সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া দেওয়া হলেও গুরুতর জখম উৎপল এবং সনাতনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক গাড়ি এবং বাসটিকে আটক করেছে পুলিশ। বাস ও লরির