বহরমপুর পৌরসভার উদ্যোগে নতুন হাইমাষ্ট লাইট দেওয়া হল বহরমপুর স্টেডিয়াম ময়দানে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই হাইমাষ্ট লাইটের উদ্বোধনকরা হয়
এই হাইমাষ্ট লাইটের ফলে এবার থেকে রাতেও স্টেডিয়াম ময়দানে খেলাধূলা করা সম্বব হবে। অনেকেই রাতের দিকে স্টেডিয়ামে আসেন শরীর চর্চা করার জন্য, এতদিন তাদের অন্ধকারের মধ্যে শরীরচচা করতে নানা সমস্যা হত কিন্তু এবার থেকে তাদের আর সমস্যায় পরতে হবে না । এবার থেকে সেই সমস্যা অনেকটাই সমাধান সম্ভব হবে।.এদিনের এক অনুষ্ঠানে মধ্যে দিয়ে এই লাইটের সুচনা হয়, এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ. পৌরসভার চ্যেয়ারম্যান নীল রতন আঢ্য। তথ্য কাউন্সিলার নারুগোপাল মুখার্জী সহ আরোও অনেকে।
বহরমপুর পৌরসভার উদ্যোগে নতুন হাইমাষ্ট লাইট দেওয়া হল বহরমপুর স্টেডিয়াম ময়দানে
বহরমপুর পৌরসভার উদ্যোগে নতুন হাইমাষ্ট লাইট দেওয়া হল বহরমপুর স্টেডিয়াম ময়দানে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram