মালদহের বিভাগীয় রেলওয়ে হাসপাতালের বেনজির সাফল্য নিতম্বের জয়েন্ট প্রতিস্থাপনে। পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকা সত্ত্বেও মালদহের বিভাগীয় রেলওয়ে হাসপাতালের বেনজির সাফল্য নিতম্বের জয়েন্ট প্রতিস্থাপনে। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় হেমিয়ারথ্রোপ্লাস্টি অপারেশন। মালদহ রেল হাসপাতালের ইতিহাস এই প্রথম এই ধরনের অস্ত্রপচার সফলতা লাভ করল দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
আরও পড়ুন – ১৩ দফা দাবিতে রাজ্যের শিক্ষা মন্ত্রীকে স্মারক লিপি দিতে চলেছেন মিড ডে মিলের রধুনিরা
হেমিয়ারথ্রোপ্লাস্টি মূলত একটি অস্ত্রোপচার পদ্ধতি যাতে নিতম্বের অর্ধেক জয়েন্ট প্রতিস্থাপন করা হয়। হেমি মানে “অর্ধেক” এবং আর্থ্রোপ্লাস্টি বলতে “যৌথ প্রতিস্থাপন” বোঝায়। সম্পূর্ণ হিপ জয়েন্ট প্রতিস্থাপনকে বলা হয় টোটাল হিপ রিপ্লেসমেন্ট (THR)।
একটি হেমিয়ারথ্রোপ্লাস্টি সাধারণত একটি ভাঙ্গা নিতম্বের চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। এটি আর্থ্রাইটিস দ্বারা ক্ষতিগ্রস্ত নিতম্বের চিকিত্সার জন্যও ব্যবহৃত হয় । হেমিয়ারথ্রোপ্লাস্টি অপারেশনটি করা হয় একজন রেলওয়ে কর্মচারীর। মালদহ রেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন-ডক্টর এস ব্যানার্জি অ্যানেস্থেটিস্ট-ড.পার্থ ভট্টাচার্য এই অস্ত্রোপচার করেন এবং এটি প্রথমবার মালদা রেলওয়ে হাসপাতালে করা হয় ।
ইমপ্লান্ট স্থানীয়ভাবে মেডিকেল স্টোরের স্থানীয় মূল্য বাজেটের মাধ্যমে সংগ্রহ করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে ওই রোগী সুস্থ আছেন। চিকিৎসকদের আশা আগামী কয়েকদিনের মধ্যে ওই রোগী হাঁটাচলা আগেকার মতো হাঁটাচলা করতে পারবেন। রোগীর পরিবারের পক্ষ
থেকে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাধুবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, মালদহের বিভাগীয় রেলওয়ে হাসপাতালের বেনজির সাফল্য নিতম্বের জয়েন্ট প্রতিস্থাপনে। পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকা সত্ত্বেও মালদহের বিভাগীয় রেলওয়ে হাসপাতালের বেনজির সাফল্য নিতম্বের জয়েন্ট প্রতিস্থাপনে। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় হেমিয়ারথ্রোপ্লাস্টি অপারেশন। মালদহ রেল হাসপাতালের ইতিহাস এই প্রথম এই ধরনের অস্ত্রপচার সফলতা লাভ করল দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।