বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সরব হয়ে ভোট বয়কটের ডাক। দীর্ঘ ২০-২৫ বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত একবারও রাস্তায় পরেনি পিচের প্রলেপ। পাশাপাশি গ্রামে নেই পাণীয়জলের কোনো সুব্যবস্থা। ভোগান্তির শেষ নেই জলপাইগুড়ি রাজগঞ্জের ব্লকের বেলাকোবার মন্থনীবাড়ি দাস পাড়া গ্রামের বাসিন্দাদের।এক মাসের মধ্য রাস্তা মেরামত ও পাণীয়জলের ব্যবস্থা না করা হলে আগামী পঞ্চায়েত ভোটে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের।স্থানীয় পঞ্চায়েতের দাবি তিনি বিজেপির পঞ্চায়েত হওয়ায় তৃনমুল পরিচালিত শিকারপুর গ্রামপঞ্চায়েতের প্রধান এলাকার উন্নয়নের কাজ করতে দিচ্ছেনা।
রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রামপঞ্চায়েতের মান্তাবাড়ি দাস পাড়ার বাসিন্দাদের অভিযোগ আজ থেকে দীর্ঘ প্রায় ২৫বছর আগে রাস্তায় পড়েছিল পাথর এই শেষ। পাথরের উপরে আজ পর্যন্ত পরেনি পিচের প্রলেপ। এলাকায় নেই বিশুদ্ধ পাণীয় জলের ব্যবস্থা। এলাকার বাসিন্দারাদের বহুদূর থেকে আনতে হয় পাণীয় জল। বারংবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও শিকারপুর গ্রামপঞ্চায়েতের প্রধানকে জানীয়েও কোনো লাভ হয়নি। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা আন্দলোন শুরু করেছে।
দাস পাড়া থেকে সামান্য দূরে থাকেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাদিপতি উত্তরা বর্মন ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়৷ তার পরেও শুধুমাত্র দাস পাড়ার কেনো এতো বেহাল অবস্থা সেটা নিয়েই প্রশ্ন স্থানীয়দের। এই প্রতিবাদে বাসিন্দাদের পথ অবরোধ করলে ঘটনারস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক খগেশ্বর রায়। তিনি জানিয়েছেন ভোট বয়কট করে কিছু হবেনা।
আরও পড়ুন পশ্চিমবঙ্গের অন্যতম ভুতুড়ে শহর কার্শিয়াং !
এই এলাকার সমস্যার কাথা তাকে কেউ জানায়নি। আগামী এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। স্থানীয় বিজেপির পঞ্চায়েত তপন রায়ের দাবি এলাকায় বিজেপির পঞ্চায়েত থাকায় তৃনমুল পরিচালিত শিকারপুর গ্রামপঞ্চায়েত এই রাস্তা মেরামতের ব্যবস্থা করছেনা।আমি একাধিক বার রাস্তা মেরামতের জন্য প্রধান, বিডিওকে জানিয়েছি কোনো লাভ হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি এক মাস সময় দেওয়া হয়েছে গ্রামবাসীদের এর পরেও যদি কাজ না হয় তাহলে আগামী ভোটে ভোট বয়কট করা হবে।