দীপকে হারিয়েছি,আর কোন দীপ যেন না হারিয়ে যায়ঃ প্রসূন ভৌমিক

দীপকে হারিয়েছি,আর কোন দীপ যেন না হারিয়ে যায়ঃ প্রসূন ভৌমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দীপকে হারিয়েছি,আর কোন দীপ যেন না হারিয়ে যায়ঃ প্রসূন ভৌমিক। আমরা দীপকে হারিয়েছি, আর যেন কোন দীপ না হারিয়ে যায় সেটাই আমাদের লক্ষ্য, বালুরঘাটের এ.কে গোপালন কলোনী এলাকার খুন হওয়া শিশু দীপ-এর পরিবারের সাথে দেখা করার পর বললেন কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর সদস্য প্রসূন ভৌমিক। মঙ্গলবার বৈকালে প্রসূন ভৌমিক প্রথমে বালুরঘাটের এ.কে.গোপালন কলোনী এলাকার দীপের বাড়িতে গিয়ে দীপের ঠাকুমা সহ প্রতিবেশীদের সাথে কথা বলার পাশাপাশি ঘুরে দেখেন বস্তা বন্দী অবস্থায় দীপের মৃতদেহ উদ্ধার স্থলও। খোঁজ এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কেও।

 

এদিন প্রসূন ভৌমিকের সঙ্গে দীপের বাড়িতে যান দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে এবং বালুরঘাট থানার আই.সি শান্তিনাথ পাজা-ও। যার পর বালুরঘাটের সার্কিট হাউসে এদিন সাংবাদিক বৈঠক করেন প্রসূন ভৌমিক। তিনি বলেন যত শীঘ্র সম্ভব অপরাধির উদ্দেশ্য কি, ইত্যাদির তদন্ত শেষ করে তার কঠোরতম শাস্তি আমরা নিশ্চিত করব। নিহত শিশু দীপের খুনের পিছনে কোন কি রয়েছে অপহরণ চক্র, প্রসূন ভৌমিক এই প্রশ্নের উত্তরে বলেন অপহরণের বিষয়টি আমি নিশ্চিত নই, সেটা পুলিশ বলতে পারবে।

আরও পড়ুন     পশ্চিমবঙ্গের অন্যতম ভুতুড়ে শহর কার্শিয়াং ! 

তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিনের সাংবাদিক বৈঠকে প্রসূন ভৌমিক-এর বক্তব্যে এ.কে গোপালন কলোনীর একাধিক সমস্যার কথা উঠে এসেছে, তিনি স্পষ্ট বলেন গোটা এলাকার মধ্যে যে সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে তার মধ্যে নানা ধরণের মাদক নিয়ে আসক্তি রয়েছে, অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপ ও নানান ঘটনা যাতে কমানো যায়- সেগুলিকে আমরা চাইছি নির্মূল করতে। সেই সঙ্গে জন্মের শংসাপত্র না থাকার কারনে স্কুলে ভর্ত্তি না হতে পারা দীপের মৃত্যু সরকারি নিয়মের আরও সরলীকরণ নিয়ে যে ভাবিত করবে আধিকারিকদের তার ইঙ্গিতও মিলল এদিন প্রসূন ভৌমিক-এর বক্তব্যে। তিনি বলেন দীপ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই জায়গাটা ফাঁকা পড়ে আছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top