ডেঙ্গুর লাভা দমনে বিশেষ উদ্যোগ নিল একটি ক্লাব। বহরমপুর , মাজদিয়া এলাকায় এক স্থানীয় ক্লাব ডেঙ্গি দমনে নিজেরাই উদ্যোগী হলেন । ডেঙ্গি এখন মহামারী হয়ে উঠেছে, মানুষ যেমন পুজোর সময় যেমন একত্র হয়ে একটি পুজো সম্পন্ন করে । ঠিক তেমনি ভাবেই সেই ক্লাবের কিছু সদস্য একত্র হয়ে গোটা পাড়ার পাশে দাঁড়ালো । যেভাবেই হোক ডেঙ্গু হতে দেওয়া যাবে না । স্প্রের পাশাপাশি জঙ্গল পরিষ্কার, জমা জল ফেলে দেওয়া , মানুষকে সচেতন করার দায়িত্ব নিজের হাতে তুলে নিল। এই দিন সকাল সকাল গোটা পারার প্রতি বাড়িতে, সব জায়গায় স্প্রে করে দেওয়া হয়।
সরকার তো কাজ করছে তার পাশাপাশি নিজেরাও যদি কিছু করা যায় তাহলে মানুষের কিছুটা হলেও উপকার হয় । স্থানীয় এক এনজিও পাশে এসে দাঁড়ান । তাদের সহযোগিতায় এই উদ্যোগ সম্পূর্ণ করা যাচ্ছে বলে জানান এক ক্লাব সদস্য । তিনি আরো জানান এখন চলবে ১৫ দিন অন্তর অন্তর চলবে এই স্প্রে দেওয়ার কাজ। এই কাজের জন্য সাধুবাদ জানাই পারার সকলে । ঠিক এই ভাবেই করুনার সময় এই ক্লাব সকলের পাশে দাঁড়িয়ে ছিল ।
আরও পড়ুন পশ্চিমবঙ্গের অন্যতম ভুতুড়ে শহর কার্শিয়াং !
উল্লেখ্য, বহরমপুর , মাজদিয়া এলাকায় এক স্থানীয় ক্লাব ডেঙ্গি দমনে নিজেরাই উদ্যোগী হলেন । ডেঙ্গি এখন মহামারী হয়ে উঠেছে, মানুষ যেমন পুজোর সময় যেমন একত্র হয়ে একটি পুজো সম্পন্ন করে । ঠিক তেমনি ভাবেই সেই ক্লাবের কিছু সদস্য একত্র হয়ে গোটা পাড়ার পাশে দাঁড়ালো । যেভাবেই হোক ডেঙ্গু হতে দেওয়া যাবে না । স্প্রের পাশাপাশি জঙ্গল পরিষ্কার, জমা জল ফেলে দেওয়া , মানুষকে সচেতন করার দায়িত্ব নিজের হাতে তুলে নিল।
এই দিন সকাল সকাল গোটা পারার প্রতি বাড়িতে, সব জায়গায় স্প্রে করে দেওয়া হয়। সরকার তো কাজ করছে তার পাশাপাশি নিজেরাও যদি কিছু করা যায় তাহলে মানুষের কিছুটা হলেও উপকার হয় । স্থানীয় এক এনজিও পাশে এসে দাঁড়ান । তাদের সহযোগিতায় এই উদ্যোগ সম্পূর্ণ করা যাচ্ছে বলে জানান এক ক্লাব সদস্য । তিনি আরো জানান এখন চলবে ১৫ দিন অন্তর অন্তর চলবে এই স্প্রে দেওয়ার কাজ।