জমে উঠেছে মুখোশ গান এবং পালা গানের আসর

জমে উঠেছে মুখোশ গান এবং পালা গানের আসর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জমে উঠেছে মুখোশ গান এবং পালা গানের আসর। প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে চোপড়ার মাঝিয়ালী অঞ্চলের নতুন হাটে দুইদিন ব্যাপী জমে উঠেছে মুখোশ গান এবং পালা গানের আসর । মঙ্গলবার সারারাত ব্যাপী অনুষ্ঠিত হয় মুখোশ পালা গান এবং বুধবার রাত্রে চলে পালাগানের আসর। এছাড়াও এখানে মেলা বসে। এই মেলার এবার ১২১ তম বর্ষ ।

 

রাস পূর্ণিমা উপলক্ষে এরপর সপ্তাহ ব্যাপী রামায়ণ রাজধারী মুখোশ পালা গান সোনাপুরে শুরু হবে বলে এলাকার প্রবীণ লোক শিল্পী তথা চোপরা ব্লক লোক প্রসার শিল্পী সংঘের সম্পাদক সুবল গোপ জানান । তিনি আরও জানান যে , উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক একটি সংস্কৃতির ব্লক । এই ব্লকে পাঁচালী রং পাঁচালী বিষহরি সত্যপীর সহ শতাব্দি প্রাচীন মুখোশ পালা গানের দল রয়েছে মাঝিয়ালি অঞ্চলের চন্দনী ডাঙ্গা ডাঙ্গাপাড়া গোয়ালটলি তিন গ্রাম মিলে একটি এবং সোনাপুর অঞ্চলের আম বাড়ি রাম পাড়া একটি ও সোনাপুর পাল পাড়ায় একটি ।

আরও পড়ুন – বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করলেন অভিনেতা মীর

রামায়ণ এর সাতটি কান্ড অবলম্বনে কাঠের মুখোশ পরে এই পালা গান পরিবেশন করা হয় । এই গানের দলে ৪০ থেকে ৪৫ জন পর্যন্ত শিল্পী থাকে । প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে মাঝিয়ালী অঞ্চলের নতুন হাটে এবং সোনাপুরের আমবাড়ি রাম পাড়া এবং সোনাপুর পাল পাড়ায় এই শতাব্দী প্রাচীন মুখোশ রাজধারি রামায়ণ পালাগান অনুষ্ঠিত হয়। এই গান শুনতে বহু দূর দুরান্ত থেকে আসেন সংস্কৃতি প্রেমী মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top