মালদহ জেলা শিল্প কেন্দ্রে শুরু হল হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় এবং জেলা শিল্প কেন্দ্র মালদহের ব্যবস্থাপনায় শুরু হল দুই দিনব্যাপী হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী।
মালদহ শহরের জেলা শিল্প কেন্দ্রে দুদিন ব্যাপী এই হস্ত শিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী তাজমূল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এডিএম এলআর শম্পা হাজরা, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, বিশিষ্ট শিল্প উদ্যোগী ও মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং আধিকারিকরা।
আরও পড়ুন – বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করলেন অভিনেতা মীর
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক হস্তশিল্পীরা নিজেদের হাতে তৈরি করা বিভিন্ন কারুকার্য নিয়ে হাজির হয়েছেন। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী বলে জানিয়েছেন জেলা শিল্প কেন্দ্র আধিকারিক। জানা গেছে এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় মোট ১২৩ টি হস্তশিল্প প্রদর্শিত হয়েছে। এই বিষয়ে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানিয়েছেন, জেলার হস্তশিল্পীদের বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী শুরু হয়েছে জেলা শিল্প কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে। এর মধ্যে দিয়ে জেলার শিল্পীরা যাতে হস্তশিল্প মানুষের কাছে তুলে ধরতে পারে পাশাপাশি এর মধ্য দিয়ে কিছু রোজগারের ব্যবস্থাও করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ।
মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন হল আজ। রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে জেলার হস্তশিল্পীরা যাতে রাজ্য এবং দেশ-বিদেশে সাড়া ফেলতে পারেন সেই আশা রাখেন তিনি।
উল্লেখ্য, মালদহ জেলা শিল্প কেন্দ্রে শুরু হল হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় এবং জেলা শিল্প কেন্দ্র মালদহের ব্যবস্থাপনায় শুরু হল দুই দিনব্যাপী হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী।
মালদহ শহরের জেলা শিল্প কেন্দ্রে দুদিন ব্যাপী এই হস্ত শিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী তাজমূল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এডিএম এলআর শম্পা হাজরা, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, বিশিষ্ট শিল্প উদ্যোগী ও মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং আধিকারিকরা।