৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের। অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের তরফ থেকে আজ তুফানগঞ্জ 2 নং ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে 4 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হলো বলে যানান অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠনের তুফানগঞ্জ 2 নং ব্লকের সম্পাদক সুনিতি শীল।
দাবি গুলো হলো বাড়োকোদালী ২ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এখন পানিয়ো জলের ব্যবস্থা নেই তা অতিদ্রুত ব্যবস্থা করতে হবে।১০০ দিনের কাজের বাকি টাকা অতিদ্রুত দিতে হবে এবং নতুন করে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। সার নিয়ে চলছে কালো বাজারি তার জেড়েই বেশি দামেই সার কিনতে হচ্ছে কৃষকদের।
তাই সারের কালোবাজারি বন্ধ করতে হবে অবিলম্বে। নদীর থেকে বালি পাথর তোলার কাজ বন্ধ থাকায় কাজ হারিয়েছে বহু মানুষ তাই এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং অতিসত্বর নদী থেকে বালি পাথর তোলার অনুমোদন দিতে হবে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন তো হলো বলে জানায় অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠনের তুফানগঞ্জ 2নং ব্লকের সভাপতি শশীমোহন অধিকারী।
আরও পড়ুন – বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করলেন অভিনেতা মীর
উল্লেখ্য, অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের তরফ থেকে আজ তুফানগঞ্জ 2 নং ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে 4 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হলো বলে যানান অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠনের তুফানগঞ্জ 2 নং ব্লকের সম্পাদক সুনিতি শীল। দাবি গুলো হলো বাড়োকোদালী ২ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এখন পানিয়ো জলের ব্যবস্থা নেই তা অতিদ্রুত ব্যবস্থা করতে হবে।১০০ দিনের কাজের বাকি টাকা অতিদ্রুত দিতে হবে এবং নতুন করে ১০০ দিনের কাজ শুরু করতে হবে।
সার নিয়ে চলছে কালো বাজারি তার জেড়েই বেশি দামেই সার কিনতে হচ্ছে কৃষকদের। তাই সারের কালোবাজারি বন্ধ করতে হবে অবিলম্বে। নদীর থেকে বালি পাথর তোলার কাজ বন্ধ থাকায় কাজ হারিয়েছে বহু মানুষ তাই এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং অতিসত্বর নদী থেকে বালি পাথর তোলার অনুমোদন দিতে হবে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন তো হলো বলে জানায় অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠনের তুফানগঞ্জ 2নং ব্লকের সভাপতি শশীমোহন অধিকারী।