মোবাইলের দোকানে চুরির কিনারা করল জামালপুর থানাঃ বামাল সমেত গ্রেপ্তার ৩। গত ২৩ অক্টোবর রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের আমরা মোড় এলাকায় একটি মোবাইল ও গিফটের দোকানের পিছন দিক ভেঙে লক্ষাধিক টাকার মোবাইল সহ অন্যান্য জিনিস চুরি হয়। তদন্তে নেমে ১৭ দিনের মাথায় চুরির কিনারা করল জামালপুর থানার পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে হুগলির সিঙ্গুর, গুরাপ ও শ্রীরামপুর থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার জামালপুর থানায় এক সাংবাদিক সম্মেলনে মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী জানান, তদন্তে নেমে জামালপুর থানার আই সি রাকেশ সিং তার টেকনিক্যাল ও অন্যান্য সোর্স কাজে লাগিয়ে পীযুষ হালদার,মৃত্যুঞ্জয় সাউ ও মানু সাঁতরা নামে তিনজন কে গ্রেপ্তার করেন। প্রায় লক্ষাধিক টাকার বেশি মাল উদ্ধার হয় তাদের কাছ থেকে যার মধ্যে প্রচুর মোবাইল, ট্যাব, ল্যাপটপ, হোম থিয়েটার এগুলো আছে।
জোগ্রামের মোবাইলের দোকানের চুরি যাওয়া জিনিসের পাশাপাশি অন্যান্য অনেক জিনিস পাওয়া গেছে যেগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত তিনজন কে ১০ দিনের জন্য রিমান্ড চেয়ে বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরে পূর্ব বর্ধমান জেলা পুলিশ একের পর সাফল্য অর্জন করছে। চুরি যাবার সাথে সাথেই জিনিস উদ্ধার করে ফেলছেন তারা। পুলিশের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ।
আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের আমরা মোড় এলাকায় একটি মোবাইল ও গিফটের দোকানের পিছন দিক ভেঙে লক্ষাধিক টাকার মোবাইল সহ অন্যান্য জিনিস চুরি হয়। তদন্তে নেমে ১৭ দিনের মাথায় চুরির কিনারা করল জামালপুর থানার পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে হুগলির সিঙ্গুর, গুরাপ ও শ্রীরামপুর থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার জামালপুর থানায় এক সাংবাদিক সম্মেলনে মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী জানান, তদন্তে নেমে জামালপুর থানার আই সি রাকেশ সিং তার টেকনিক্যাল ও অন্যান্য সোর্স কাজে লাগিয়ে পীযুষ হালদার,মৃত্যুঞ্জয় সাউ ও মানু সাঁতরা নামে তিনজন কে গ্রেপ্তার করেন। মোবাইলের দোকানে