স্কুল চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা শৌচাগারের প্রাচীর ভেঙে মৃত্যু এক ছাত্রের গুরুতর আহত আরও ১ ছাত্র। স্কুল চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলের শৌচাগারের পাঁচিল ভেঙে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। এই ঘটনায় একাদশ শ্রেণির আরও এক ছাত্র গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলা হাই স্কুলে ।
ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ব্যাপক উত্তেজনা।স্কুল ভাঙচুর করে ছাত্র ও অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন মোথাবাড়ি থানার ওসি হারাধন দেব। ইটের আঘাতে তার মাথা ফাটে। ভাঙচুরকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় নিহত ছাত্রের নাম জিসান শেখ (১৭)। । জিসানের বাড়ি বাঙ্গিটোলা ফিল্ড কলোনি এলাকায়। আহত ছাত্রের নাম জিসান মোমিন (১৭)। সে জোতঅনন্তপুর এলাকার বাসিন্দা। দুজনেই একাদশ শ্রেণীর ছাত্র। এদিকে স্কুলের শৌচাগারের মধ্যে কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ছাত্রের মৃত্যুকে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে দুর্ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে মৃত ছাত্র ও আহতের পরিবার। পরে স্থানীয়রা স্কুলে ভাঙচুর চালায়।
এই ঘটনার জেরে স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের
স্কুলের ছাত্ররা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে হঠাত্ স্কুলের শৌচাগারের পাঁচিল ভেঙে পড়ে।
পাঁচিলের নীচে চাপা পড়ে জিসান শেখ ও জিসান মোমিন নামে ২ ছাত্র। দুজনেই একাদশ শ্রেণিতে পাঠরত। ইট – পলেস্তরা সরিয়ে তাদের উদ্ধার করে অন্য ছাত্ররা। এর পর তাদের বাঙ্গিটোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজে। পথে জিসান শেখের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে জেলা তৃণমূল নেতৃত্বরা পৌঁছে যান নিহত ছাত্রের বাড়িতে।
পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় চিকিত্সারত ছাত্রকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেখতে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং জেলাশাসক নীতিন সিংহানিয়া। জখম ছাত্রের চিকিত্সা যেন যথাযথ হয় তার নির্দেশ দেন মন্ত্রী। ঘটনায় প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রধান শিক্ষক জানান, স্কুলের ওই অংশটি বিপদজ্জনক বলে বার বার বিদ্যালয়ের তরফে সতর্ক করা হয়েছিল ছাত্রদের। নির্দেশ অবজ্ঞা করেই ওই শৌচালয়ে যাওয়ায় এই দুর্ঘটনা। তবে সক্রিয় প্রশাসন এই বিষয়ে কড়া ভূমিকা পালন করছে। সরকারি স্কুলে এই ঘটনা কীভাবে ঘটল তার যথাযোগ্য তদন্ত হবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে স্কুলে শোকের আবহ। কী করে পাঁচিল ভাঙল জানতে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।