প্রাচীর ভেঙে মৃত ছাত্র,আহত কে দেখতে মেডিক্যাল কলেজে মন্ত্রী সাবিনা। প্রাচীর ভেঙে এক ছাত্রের মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো কালিয়াচক ২নম্বর ব্লকের বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয় চত্বরে।
মৃত ছাত্রের নাম জিসান শেখ(১৭) জিসান বাঙ্গীটোলা হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র।জানা গেছে বন্ধুবান্ধব টিফিনের সময় বাথরুমে যায়।এমন সময় হঠাৎ করে বাথরুমটি প্রাচীর ভেঙে পড়ে আহত হয় কয়েকজন ছাত্র। আহত দুইজনকে প্রথমে বাঙ্গীটোলা স্বাস্থ্য কেন্দ্রে পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এক ছাত্রের মৃত্যু হয়। আহত জিসান মোমিন বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ছাত্র কে মালদহ মেডিক্যাল কলেজে দেখতে যান সেচ,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।দুই জনই একাদশ শ্রেণির ছাত্র। মৃত জিসান সেখের বাড়ি বাঙ্গীটোলা হাই স্কুল ফিল্ড ,ও আহত জিসান মুমিনের বাড়ি গোসাইহাট জোত
অনন্তপুর। এই ঘটনায় গোটা কালিয়াচক ২ নম্বর ব্লকে শোকের ছায়া নেমে এসেছে।রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। বিডিও ধামাল সিং বিরদী ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের
বেশ কয়েকশ যুবক এবং ছাত্র-ছাত্রী এই ঘটনায় বিক্ষোভ দেখাতে থাকে। কিছু বিক্ষুব্ধ ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ স্কুলের ভিতরে ঢুকে তাণ্ডব চালাতে থাকে। স্কুলের বিভিন্ন আসবাব ও অফিস ঘরে আগুন ধরিয়ে দেয়। স্কুলের বিভিন্ন গেট ভেঙে দেয়। এই ঘটনায় বিশাল এক বাহিনী বাঙ্গীটোলা হাই স্কুলে উপস্থিত হয়। স্থানীয়দের বক্তব্য রাফ বাহিনীর শূন্যে একাধিক রাউন্ড গুলি ছুড়লেও বিক্ষুব্ধ মানুষকে বিদ্যালয় থেকে সরানো যায়নি।
এই ঘটনা এলাকা জুড়ে চরম আতঙ্কে সৃষ্টি হয়েছে।এ বিষয়ে বিডিও রমল সিং বিরদী জানান , “ঘটনাটি শুনলাম। বাথরুমের প্রাচীর ভেঙে এক ছাত্র মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম । আমি নিজেও বিক্ষোভের মধ্যে পরি। তবে কি কারনে কি হবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে।মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান , “বাঙ্গীটোলা হাই স্কুলের সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে কিছুদিন আগে। বিদ্যালয় কর্তৃপক্ষা উচিত ছিল দীর্ঘদিন আগে তৈরি হওয়া সেই বাথরুমটি ভেঙে ফেলা। একাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।