মালদহে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ,কমছে ভোটারের সংখ্যা

মালদহে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ,কমছে ভোটারের সংখ্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদহে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ,কমছে ভোটারের সংখ্যা। গোটা রাজ্যের সাথে সাথে মালদহ জেলায় শুরু হল ভোটার তালিকা সংশোধনের কাজ। খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা গতবারের চেয়ে প্রায় দুই হাজারের মতো কমেছে।এদিন এই উপলক্ষে জেলা প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী জানান, এদিন থেকে আমাদের জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

 

ভোটারতালিকা সংশোধনী অভিযান চলাকালীন প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার সকাল ১১ টা থেকে ৪ টা এবং সপ্তাহের অন্যান্য দিনগুলোতে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত বুথে উপস্থিত থাকবেন বুথ লেভেল আধিকারিকরা (বি এল ও)। ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হচ্ছে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এক্ষেত্রে ৬ নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হরে। প্রতি শনিবার এবং রবিবার বুথে গিয়ে বি এল ও-দের কাছে ফর্ম জমা দেওয়া যাবে। এছাড়া নাম বিয়োজনের জন্য আবেদন করা যাবে ৭ নম্বর ফর্মে।

 

এছাড়া বাসস্থান পরিবর্তন, ভোটার তালিকায় তথ্য সংশোধন এবং সচিত্র ভোটার পরিচয় পত্রের পরিবর্তন, এই সমস্ত কাজের জন্য রয়েছে ৮ নম্বর ফর্ম। এদিন এই অভিযানের শুরুতে জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৩ এর ৫ জানুয়ারি।মালদহ জেলার খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ৩০,৫২,৮৪৪। পুরুষ ভোটার ১৫,৫০,৪২০ ও মহিলা ভোটার১৫,০২,৪৩৮। মৃত ভোটার এবং স্থান পরিবর্তন করার ফলে বেশ কিছু ভোটারের নাম বাদ গেছে। জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মোট পোলিং বুথের সংখ্যা ২৯৪৬টী।

আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের

বুথে গিয়ে ফর্ম জমা দেওয়ার পাশাপাশি অন লাইনেও আবেদন করা যাবে বলে জানিয়েছেন। এরজন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://eci.gov.in অথবা https://nsvp.in —এ যেতে হবে। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তালিকায় নতুননাম তোলা, সংশোশন, বিয়োজন সংক্রান্ত সব কাজই করা যাবে। ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় প্রমাণ পত্র দিতে হবে সংশ্লিষ্ট সাইটে। নতুন ভোটার কার্ড স্পিডপোস্টের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেবে নির্বাচন কমিশন। মালদহে শুরু

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top