একটা সরকারের মশা মারার ক্ষমতা নাই, সেই সরকার কিভাবে দেশ বা রাজ্য বাঁচাবে

একটা সরকারের মশা মারার ক্ষমতা নাই, সেই সরকার কিভাবে দেশ বা রাজ্য বাঁচাবে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

একটা সরকারের মশা মারার ক্ষমতা নাই, সেই সরকার কিভাবে দেশ বা রাজ্য বাঁচাবে। শনিবার সকাল সকাল মশাদমনে ময়দানে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান , একটা সরকার সে মশা মারতে পারেনা সে দেশ বা রাজ্য বাঁচাবে কি করে? প্রশ্ন তুলে তিনি আরো বলেন সরকার তথ্য গোপন করছেন।

 

কতজন মারা গেছে বা কতজন মারা যাচ্ছে সেই তথ্য জানাচ্ছেন না সরকারের, সরকারের বক্তব্য হল প্যারাসাইটোমল ওষুধ খান , বেশি করে জল খান , আর মশারির তলায় থাকুন । নোংরা থাক ড্রেন, জল পচা থাক, পরিবেশ নোংরা থাক , মশা থাক, ডেঙ্গু হোক । আপনারা মশারি তলায় থাকুন , ওষুধ খান আর জল খান। এই দিন তিনি বহরমপুরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেন এবং মশার তেল ছড়ান। তিনি আরো বলেন যে, মশার তেল সরকার ছড়াচ্ছে, তাতে মশা মরছে না অতএব আমাদেরকেই বেঁচে থাকতে গেলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে ।

 

বহরমপুরে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে তিনি বহরমপুরের বিভিন্ন এলাকা ঘুরে সর জমিনে খতিয়ে দেখলেন এবং স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । অপরদিকে বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি জানান, অধীর বাবু রাজনীতি করা জায়গা নেই , তাই তিনি পৌরসভায় নেমেছেন। তিনি আরো বলেন মানুষকে পরিষেবা না দিয়ে তিনি অযথা অযথা আতংক সৃষ্টি করছেন ।

আরও পড়ুন – তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম, লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান!

উল্লেখ্য, শনিবার সকাল সকাল মশাদমনে ময়দানে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান , একটা সরকার সে মশা মারতে পারেনা সে দেশ বা রাজ্য বাঁচাবে কি করে? প্রশ্ন তুলে তিনি আরো বলেন সরকার তথ্য গোপন করছেন। কতজন মারা গেছে বা কতজন মারা যাচ্ছে সেই তথ্য জানাচ্ছেন না সরকারের, সরকারের বক্তব্য হল প্যারাসাইটোমল ওষুধ খান , বেশি করে জল খান , আর মশারির তলায় থাকুন ।

 

নোংরা থাক ড্রেন, জল পচা থাক, পরিবেশ নোংরা থাক , মশা থাক, ডেঙ্গু হোক । আপনারা মশারি তলায় থাকুন , ওষুধ খান আর জল খান। এই দিন তিনি বহরমপুরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেন এবং মশার তেল ছড়ান। তিনি আরো বলেন যে, মশার তেল সরকার ছড়াচ্ছে, তাতে মশা মরছে না অতএব আমাদেরকেই বেঁচে থাকতে গেলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে ।

 

বহরমপুরে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে তিনি বহরমপুরের বিভিন্ন এলাকা ঘুরে সর জমিনে খতিয়ে দেখলেন এবং স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । অপরদিকে বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি জানান, অধীর বাবু রাজনীতি করা জায়গা নেই , তাই তিনি পৌরসভায় নেমেছেন। তিনি আরো বলেন মানুষকে পরিষেবা না দিয়ে তিনি অযথা অযথা আতংক সৃষ্টি করছেন ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top