নির্মলা সীতারামনকে এক হাত নিলেন প্রকাশ রাহা। সপ্রতি অর্থমন্ত্রী নির্মলা সিতারামনএকটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন তৎকালীন কংগ্রেস সরকার কর্তৃক গৃহীত ১৯৯১ সালের অর্থনৈতিক সংস্কার গুলি ছিল “আধে আধুর সংস্কার ” (অর্ধ বেকড্ সংস্কার) যেখানে অর্থনীতি সঠিকভাবে খোলা হয়নি কিন্তু কঠোরতা অনুসারে IMF দারা আরোপিত।
সীতারামানের এই বক্তব্যের পর তাকে কটাক্ষ করে প্রকাশ রাহা বলেন -অর্ধ সেদ্ধ বা কাঁচা যে সংস্কার সেই সংস্কারে মানুষ ভালো ছিল। ডক্টর মনমোহন সিং তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। সেই সময় পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচন্ড আর্থিক সংকটে ছিল সেখানে পঞ্চাশ হাজার কোটি টাকার প্যাকেজ পাঠিয়েছিলেন ডক্টর মনমোহন সিং। তিনি এমন ভাবে ভারতবর্ষের অর্থনীতিকে পরিচালনা করেছিলেন যে তিনি কৃষি ঋণ মুকুব করেছিলেন ৫০ হাজার কোটি টাকা।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
সেই সময় FDI ছিল 49%। দেশের মানুষ ভালো ছিল, কৃষি উৎপাদন ভালো হতো, আমরা উপভোক্তারা কম দামে সবজি পেতাম, যারা ব্যবসায়ী তাদের মুখে ও হাসি ছিল, সেই সময় কৃষক সম্প্রদায়ের যথেষ্ট আয় ছিল তারা স্বাবলম্বী ছিল। কথা ছিল আয় বাড়বে বেড়েছে কি ? প্রকাশ রাহা এও বলেছেন নির্মলা সীতারমন জি শিক্ষিত মানুষ, তিনি বলেছেন যে সেটি ছিল হাফ বেকড্ আর্থিক সংস্কার। তা এখন তো ফুল বেকড্, তাতে মানুষ কি ভালো আছে? প্রকাশ রাহা প্রশ্ন তুলেছেন – এখন মূল্য বৃদ্ধি কত? সারের দাম কত বেড়েছে? জিনিস পত্রের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? নির্মলা সীতারামনকে