চার বছর পর জেলা শাসকের হস্তক্ষেপে কাটল জমি জট,শীঘ্রই শুরু হবে গাজোলে

চার বছর পর জেলা শাসকের হস্তক্ষেপে কাটল জমি জট,শীঘ্রই শুরু হবে গাজোলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চার বছর পর জেলা শাসকের হস্তক্ষেপে কাটল জমি জট,শীঘ্রই শুরু হবে গাজোলে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস।দীর্ঘ চার বছর পর জেলাশাসকের হস্তক্ষেপে কাটলো জমিজট।গাজোলের দমকল কেন্দ্রের জমি জট সমাধান হওয়ায় খুশি গাজোলবাসী।

 

মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দমকল কেন্দ্রের জন্য চিন্থিত স্থানীয় মাঝরার তুঁত অফিস সংলগ্ন জমি দমকল দপ্তরকে স্থানান্তর করে দেয়।জেলার দমকল দপ্তরও সব প্রক্রিয়া মেনে প্রয়োজনীয় নথিগুলি সংশ্লিষ্ট উচ্চ দপ্তরে পাঠায়।সেখান থেকে সবুজ সঙ্কেত এলেই খুব শীঘ্রই গাজোলে নতুন দমকল কেন্দ্রের কাজ শুরু হবে।এই খবর চাউর হতেই ব্লকের বনিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ বেজায় খুশি।জেলা প্রশাসনের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তারা।

 

উল্লেখ্য, গাজোলে দমকল কেন্দ্র তৈরির দাবি বহু বছরের। বরিন্দ এলাকা হলেও সদরে প্ৰচুর মিল ও ক্ষুদ্র কারখানা রয়েছে।এছাড়াও একাধিক মার্কেটও রয়েছে।তাই ব্লকের গ্রাম গঞ্জে ভয়াবহ আগুন লাগলেই খুব মারাত্মক সমস্যা পড়েন মানুষজন।কারণ দমকল বাহিনীকে ২৭ কিমি অতিক্রম করে আসতে হয় গাজোলে। গ্রামবাসী ও বনিক সভার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মালদহ জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন – কয়লা পাচার ও বেআইনিভাবে মজুতের অভিযোগে বীরভূমে গ্রেফতার ৬

চার বছর আগে মাঝরার তুঁত অফিসের কাছে নতুন দমকল কেন্দ্রের জন্য জমি চিহ্নিত করা সম্পূর্ণ হয়েছিল।তবে জমিটি ভূমি দপ্তরের অধীনে ছিল।সেজন্য নানা জটিলতার কারণে জমিটি স্থানান্তরিত করার কাজ পিছিয়ে পড়ে।অবশেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়ে।মালদহ ডিভিশনাল দমকল দপ্তরের আধিকারিক
শিবানন্দ বর্মন জানান,জেলাশাসকের উদ্যোগে দমকল কেন্দ্রের জমি জটের সমস্যার সমাধান হয়।আমরা আশাবাদী খুব শীঘ্রই দমকল কেন্দ্রের কাজ শুরু হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top