মদ্যপানের প্রতিবাদ করায় এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল মদ্যপ যুবকদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার ক্যানিং থানার মিঠাখালী গ্রামের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুরে
সুত্রের খবর আহত ব্যক্তির নাম আলী হোসেন মোল্লা। পেশায় রিকশা চালক আলী হোসেন মোল্লার বাড়িতে দিনের বেলা সেভাবে কেউ থাকেন না। স্ত্রী পুত্র বাইরে কাজে যাই। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাড়ির পাশেই মদ্যপানের আসর বসায় একদল যুবক। বৃদ্ধ আলী হোসেন রিক্সা চালিয়ে সকাল সকাল বাড়ি ফিরলেই দেখতে পান ঘরের পাশেই যুবকরা মদ্যপান করেন। এর আগেও একাধিকবার প্রতিবাদ করেছেন তিনি তাতেও কোনো কিছু হয়নি। সোমবার রাতে যুবকরা মদ্যপান করছে দেখে ফের প্রতিবাদ করেন বৃদ্ধ আলী হোসেন। প্রথমের দিকে কিছু না বললেও পরে বেধড়ক মারধর করে বৃদ্ধ আলী হোসেন কে বলে অভিজোগ। পাড়ার অন্যান্য বাসিন্দারা দেখলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আলী হোসেন বাবুর ছেলে বাধা দিতে আসলে মারধর করা হয় তাকেও। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আলী হোসেন মোল্লা। তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভত্তি করা হয়। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছেন আলি হোসেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারিনি ক্যানিং থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।