শীতের শুরুতে বন্ধ গড়চুমুক পর্যটন কেন্দ্র। এবারের শীতের মরসুম পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ মিনিজু। ইতিমধ্যে একাধিক পশু-পাখি এসে পৌঁছেছে এখানে। কিন্তু এখনো মিনি জুয়ের পরিকাঠামো সম্পূর্ণ না হওয়ায় গড় চুমুক পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে পকেটের টাকা খরচা করে পর্যটকরা এখানে ঘুরতে আসলেও ভেতরে ঢুকতে পারছে না। আর এইভাবে হয়রানি হওয়ায় তারা ক্ষোভে ফুঁসছে। যদি হাওড়া জেলা পরিষদের কর্তাদের বক্তব্য পর্যটন কেন্দ্রের কাজ চলছে। খুব শীঘ্রই পর্যটকদের জন্য পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে হবে।
হাওড়া জেলার পর্যটন মানচিত্রে গড়চুমুক একটি অন্যতম পর্যটন কেন্দ্র। যদিও বছর খানেক আগে আমফান ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছিল এই পর্যটন কেন্দ্রে। বন্ধ করে দেওয়া হয়েছিল পর্যটন কেন্দ্র। পরবর্তী সময়ে পর্যটন কেন্দ্র খোলা হলেও গত মে মাসে দুষ্কৃতী তাণ্ডবের পর পুনরায় পর্যটন কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে পর্যটন কেন্দ্রে মিনি জুয়ের কাজ চলায় পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এদিকে পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর সংস্কারের অভাবে গোটা পর্যটন কেন্দ্রটি বন জঙ্গলে ঢাকা পড়েছে। শিশু উদ্যানের অবস্থা বেহাল।
আরও পড়ুন – দিনহাটায় প্রচারে এসে দলীয় কর্মীদের সতর্ক করলেন উদয়ন
এদিকে শীতের মরসুম শুরু হওয়ায় প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছে গড়চুমুকে। যদিও ভিতরে প্রবেশ করতে না পারায় ক্ষুব্ধ সকলে। তাদের মতে দূর দূরান্ত থেকে পকেটের পয়সা খরচ করে পরিবারের সকলকে নিয়ে আসলেও ফিরে যেতে হচ্ছে। অন্যদিকে পর্যটন কেন্দ্র বন্ধ রাখা প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান গড়চুমুক পর্যটন কেন্দ্রে মিনি জুয়ের কাজ চলায় পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পর্যটকদের জন্য গড়চুমুক পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানান অজয় ভট্টাচার্য।