সোনাপুরে সপ্তাহব্যাপী জমে উঠেছে শতাব্দী প্রাচীন মুখোশ গানের আসর। উত্তর দিনাজপুরে রাস পূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও জেলার চোপড়া ব্লকের সোনাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আমবাড়ী রাম পাড়ায় সপ্তাহব্যাপী জমে উঠেছে শতাব্দী প্রাচীন মুখোশ রামায়ণ রাজধারি পালা গানের আসর । এই গান শুনতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সহ বিহার ও নেপাল থেকেও বহু মানুষ এসেছে।জানা গিয়েছে,এই গানের আয়োজক সোনাপুরের শ্রী শ্রী চৈতন্য সম্প্রদায় মুখোশ দল ।
আয়োজক কমিটির সম্পাদক বিশাল রাম , এবং মুখোশ শিল্পী রাধাকান্ত রায় সুবল রায়, সুবোধ রায় সুভাষ রাম এবং কমলাকান্ত রায়। তারা জানান ,প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে এক সপ্তাহব্যাপী এই গানের আসর বসানো হয় । এবারে চলতি মাসের ১৩ তারিখে শুরু হয় এই গানের আসর সমাপ্তি হবে ২০ শে নভেম্বর । এই গানের বিষয়ে চোপড়া ব্লক মুখোশ দল পরিচালক তথা প্রবীণ লোকশিল্পী সুবল গোপ জানান, উত্তরবঙ্গে বিভিন্ন আঙ্গিকের লোক সংস্কৃতির মধ্যে চোপড়ার মুখোশ দল অন্যতম ।
আরও পড়ুন – বাংলার নতুন রাজ্যপাল হল প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস
উল্লেখ্য, উত্তর দিনাজপুরে রাস পূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও জেলার চোপড়া ব্লকের সোনাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আমবাড়ী রাম পাড়ায় সপ্তাহব্যাপী জমে উঠেছে শতাব্দী প্রাচীন মুখোশ রামায়ণ রাজধারি পালা গানের আসর । এই গান শুনতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সহ বিহার ও নেপাল থেকেও বহু মানুষ এসেছে।জানা গিয়েছে,এই গানের আয়োজক সোনাপুরের শ্রী শ্রী চৈতন্য সম্প্রদায় মুখোশ দল ।
আয়োজক কমিটির সম্পাদক বিশাল রাম , এবং মুখোশ শিল্পী রাধাকান্ত রায় সুবল রায়, সুবোধ রায় সুভাষ রাম এবং কমলাকান্ত রায়। তারা জানান ,প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে এক সপ্তাহব্যাপী এই গানের আসর বসানো হয় । এবারে চলতি মাসের ১৩ তারিখে শুরু হয় এই গানের আসর সমাপ্তি হবে ২০ শে নভেম্বর । এই গানের বিষয়ে চোপড়া ব্লক মুখোশ দল পরিচালক তথা প্রবীণ লোকশিল্পী সুবল গোপ জানান, উত্তরবঙ্গে বিভিন্ন আঙ্গিকের লোক সংস্কৃতির মধ্যে চোপড়ার মুখোশ দল অন্যতম ।