সাঁতরাগাছি সেতু মেরামতির জন্য দেড়মাস রাত্রে বন্ধ যানচলাচল ,দিনেও থাকছে একাধিক নিয়ম

সাঁতরাগাছি সেতু মেরামতির জন্য দেড়মাস রাত্রে বন্ধ যানচলাচল ,দিনেও থাকছে একাধিক নিয়ম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সাঁতরাগাছি সেতু মেরামতির জন্য দেড়মাস রাত্রে বন্ধ যানচলাচল ,দিনেও থাকছে একাধিক নিয়ম। হাওড়ার অতি ব্যস্ততম সাঁতরাগাছি সেতু মেরামতির জন্য দেড়মাস রাত্রে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।শুধু তাই নয়,এরপর দিন থেকে রাত্রি ১১টার আগে পর্যন্ত যান চলাচলের জন্য একাধিক নিয়ম থাকছে।ওই সময় শুধু যাত্রীবাহী গাড়ি ওই রুট দিয়ে যাবে।কাজ না হওয়া অবধি মালগাড়ি যেতে পারবে না। শুক্রবারই দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনই জানাল পুলিশ।

 

ওই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন,, রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রিজের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ভোর ৫টার পর থেকে রাত ১১টা পর্যন্ত সেতু দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি ( বাস, প্রাইভেট বাস ), বাইক, স্কুটার, অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে। যে কয়দিন ব্রিজের মেরামতির কাজ চলবে সেই কয়দিন কোনও মালবাহী গাড়ি চলতে দেওয়া হবেনা ব্রিজের উপর দিয়ে।

আরও পড়ুন – বাংলার নতুন রাজ্যপাল হল প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস

মালবাহী গাড়ি রাত দশটার পর কলকাতার দিক থেকে আসতে পারবে। দ্বিতীয় সেতুর টোলপ্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে জাতীয় সড়কে যেতে পারবে। অন্যদিকে, মালবাহী গাড়ি কলকাতায় ঢুকতে চাইলে রাত দশটার পর নিবেদিতা সেতু হয়ে যেতে পারবে।

হাওড়া সিটি ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করা হয়েছে। ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনেই ট্রাফিক মুভমেন্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেগুলোর সংস্কার করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top