ক্রিকেটে ফিটনেস ফ‍্যাক্টরে ধোনি এগিয়ে

ক্রিকেটে ফিটনেস ফ‍্যাক্টরে ধোনি এগিয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ক্রিকেটে ফিটনেস ফ‍্যাক্টরে ধোনি এগিয়ে। সদ্য শেষ হয় অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ। ভারত সেমিফাইনালেই হেরে বাদ পড়েছিল ভারতীয় দল। তারপর থেকেই নানা সমালোচনা। বিভিন্ন ক্ষেত্র থেকে কটাক্ষের শিকার হতে হয়েছে ভারতের ক্রিকেটারদের। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক একারণে ভারতকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন। তিনি সলমন বাট। তাঁর বক্তব্য এটাই যদি ভারতের সেরা দল হয় তাহলে মহেন্দ্র সিং কেন দলে নেই? রোহিত শর্মার থেকেও ধোনির ফিটনেস এখনো ভালো।অধিনায়কত্ব নিয়েও সলমন বাট কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।

 

রোহিতের ফিটনেসের দিকেও আঙুল তুলেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সলমন বাট ভারতের সেমিফাইনাল ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন ‘রোহিত শর্মার থেকে ভালো ক্রিকেটার নেই। তবে আধুনিক যুগের ক্রিকেটে ফিটনেসও খুব গুরুত্বপূর্ণ। অধিনায়ক যখন গোটা দলকে নির্দেশ দিচ্ছে, তাঁদের থেকে ১০০ শতাংশ আশা করছে আর নিজেই যখন শ্লথগতির একজন ক্রিকেটার তখন কীকরে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে?

 

ক্রিকেটাররাও তো বিষয়টা নিয়ে নিশ্চয়ই আলোচনা করেছে। তোমার সম্বন্ধেও তাঁরা নিশ্চয়ই অভিযোগ করেছে।’তিনি আরও যোগ করেন ‘তুমি বড় বড় শট শূন্যে খেলতে গিয়ে বারবার আউট হয়ে যাচ্ছ। এদিকে অন্যকে মাটি ঘেঁষা শট খেলতে বলছ। অন্যকে উপদেশ দিচ্ছ ঝুঁকি না নিতে। কথার আলাদা করে কোনও অর্থ থাকে না। তোমাকে কিন্তু কাজের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করতে হবে। আমি মনে ভারতীয় দলে ফিটনেসের প্রচণ্ড সমস্যা রয়েছে। তরুণ যেসব ক্রিকেটাররা আসছে তাঁরা সবাই ভালো ক্রিকেটার।

আরও পড়ুন – বাংলার নতুন রাজ্যপাল হল প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস

তবে তাঁদের যে অসাধারণ ফিটনেস রয়েছে তা কখনও বলা যাবে না। আপনি অন্যদিকে ইংল্যান্ড দলের দিকে তাকান। তাঁরা কি দুরন্ত রকম ফিট। ওরা শুধু ছয় মারে না। ওরা উইকেটের মধ্যেও খুব জোড়ে দৌড়তে পারে। ওদের ফিল্ডিংটাও দেখুওরা উইকেটের মধ্যেও খুব জোড়ে দৌড়তে পারে। ওদের ফিল্ডিংটাও দেখুন, আপনি বুঝে যাবেন তাহলে যে ওদের সঙ্গে সবার পার্থক্যটা কোথায়‌।’বাট আরও জানিয়েছেন ‘ফিটনেসের বিষয়গুলো তো ওদের কাছেও পরিষ্কার তাই না! এমন কিছু জটিল বিষয় তো নয়। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ওদের অসাধারণ ট্যালেন্ট দেখেছি। দক্ষিণ আফ্রিকাকেও তো ওরা হারিয়েছে।

 

এটাই যদি ভারতের সেরা দল হয় তবে ধোনি কেন বাইরে? আমি যদি ধোনিকে ওদের কোন তরুণ কোনও উইকেট রক্ষকের সঙ্গে তুলনাও করি তাহলেও বলব ও সেরা।’ সলমনবাট আরও জানিয়েছেন ‘ফিটনেসের বিষয়গুলো তো ওদের কাছেও পরিষ্কার তাই না! এমন কিছু জটিল বিষয় তো নয়। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ওদের অসাধারণ ট্যালেন্ট দেখেছি। দক্ষিণ আফ্রিকাকেও তো ওরা হারিয়েছে। এটাই যদি ভারতের সেরা দল হয় তবে ধোনি কেন বাইরে? আমি যদি ধোনিকে ওদের কোন তরুণ কোনও উইকেট রক্ষকের সঙ্গে তুলনাও করি তাহলেও বলব ধোনিই সেরা।’ কথাটা নিয়ে তর্ক হতে পারে কিন্তু একদম ফেলে দেবার নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top